সিলেটশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামিয়া গহরপুরের সম্মেলন সম্পন্ন

Ruhul Amin
ফেব্রুয়ারি ৩, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

গহরপুর থেকে-কে এম তাহমীদ হাসান, সিলেট রিপোর্ট:  বরেণ্য বুযুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া হুছাইনিয়া গহরপুর’র কওমি গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত সম্মেলন চলে। মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের র্শীষ নবীন প্রবীণ প্রায় অর্ধশত আলেম উলামা বক্তব্য রাখেন। সম্মেলনে বিভিন্ন দল ও মতের আলেম উলামাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বিভিন্ন অধিবেষনে বক্তব্য রাখেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সৈয়দ আরশাদ মাদানী, দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান আল্লামা আব্দুল্লাহ মা’রুফী, শায়খুল হাদীস হাফিজ মাসউদ আহমদ, শায়খুল হাদীস মাওলানা আব্দুছ ছাত্তার, মাওলানা সা’দ উদ্দীন, মাওলানা শামছুদ্দীন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি সাবেক মন্ত্রী শায়খুল হাদীস মুফতি ওয়াক্কাস, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস, মজলিসে দাওয়াতুল হকের আমির যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া মালিবাগ ঢাকার প্রিন্সিপাল শায়খুল হাদিসমাওলানা আশারাফ আলী, প্রিন্সিপাল হাবীবুর রহমান, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা জহার আলী আনোয়ার শাহ,মাওলানা আতাউল্লাহ আমিন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মুফতি শফীকুর রহমান,  মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, হাফেজ জুবায়ের আহমদ আনসারী, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী , মাওলানা মাহফুজুল হক, মুফতি এনায়েতুল্লাহ প্রমুখ।
অধিকাংশ তরুণ আলেমগন সুপ্রিমকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি নির্মানের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা সংখ্যাগরিষ্ট মুসলিমের দেশে ইসলাম বিরুধী কোন প্রকার আইন মেনে নেয়া হবেনা। পাঠ্যসুচি থেকে ইসলাম বিদ্বেষী লেখা পুরোপুরি পরিহারের আহবান জানান। তেলাওয়াত ও দেশাত্মবোধ সংগীত পরিবেশন করে বিশিষ্ট কারীও শিল্পীগন। সম্মেলনে বিগত দশবছর জামেয়া থেকে তাকমীল সমাপনকারী প্রায় এক হাজার গ্রাজুয়েটকে বা’দ ফজর পাগড়ি প্রদান করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লক্ষাধিক মুসল্লি রাতভর বক্তাদের বয়ান শুনেন। পরে সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

Image may contain: one or more people and people standing
Image may contain: 1 person, standing
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people
Image may contain: one or more people