সিলেটশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে দুজনকে সৃজনঘরের সংবর্ধনা

Ruhul Amin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  মৌলভীবাজারের তরুণ লেখকদের বিন্যস্ত প্লাটফর্ম শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর সাহিত্য ফোরামের উদ্যোগে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মৌলভীবাজার শহরের শমসের নগর রোডস্থ আমজাদ ভবনে ‘বিরহের দীর্ঘশ্বাস’ শিরোনামে ব্যতিক্রমধর্মী একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মাওলানা মুহাম্মদ জিয়া উদ্দীন ইউসুফ ও মাসিক হেফাজতে ইসলামের সহকারী সম্পাদক প্রাবন্ধিক মাওলানা নাজমুল হক-এর প্রবাস গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। সৃজনঘর-সভাপতি তরুণ প্রাবন্ধিক ও মোহাদ্দিস আহমদ কবীর খলীলের সভাপতিত্বে ও সৃজনঘর-সম্পাদক সাইফ রাহমান ও হামমাদ রাগিব-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আবগেঘন বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আবিদ রাহমান, সাংবাদিক এহসান বিন মুজাহির, ইতিহাস বিশ্লেষক প্রভাষক মুরশেদ আলম, বিশিষ্ট সংগঠক মুজাম্মেল হুসেন রুবেল, কবি হাম্মাদ তাহমীম, ছড়াকার মামুন আব্দুল্লাহ প্রমুখ।সংবর্ধিত উভয়েই সাহিত্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। ছিলেন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের অন্যতম স্বপ্নদ্রষ্টা। বিদায়ের এই করুণলগ্নে বক্তাগণ তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সৃজনঘরের সৃজনকর্মীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হন এই দুই তরুণ আলেম সমাজসেবক।