সিলেটশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিমকোর্টে ‘মূর্তি’ স্থাপনের বিরুদ্ধে হেফাজতের কর্মসুচি

Ruhul Amin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ন্যয়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত স্থাপনাটি ভাস্কর্য নয়, মূর্তি বলে মনে করে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। স্থাপনাটি অপসারণের দাবিতে কর্মসূচিও ঘোষণা করেছে তারা। এই স্থাপনকে চরম ধৃষ্টতা এবং রাষ্ট্রধর্ম ইসলামের অবমাননা বলে দাবি করেন তারা।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই দাবি ও কর্মসূচি ঘোষণা করেন হেফাজত নেতারা।

এই স্থাপনা অপসারণের দাবিতে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে স্মারকলিপি প্রদান, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বায়তুল মোকাররম উত্তর গেট ও চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী মসজিদ চত্বরে বিক্ষোভের কর্মসূচিও দিয়েছে হেফাজত। এরপর জেলা শহরে বিক্ষোভ-মিছিল করার কথাও জানিয়েছে তারা।

সুুপ্রিমকোর্টে যেটি স্থাপিত হয়েছে সেটি ভাস্কর্য নয় বলে দাবি করে হেফাজত বলে, গুটিকয়েক গণবিচ্ছিন্ন বাম ও সেকুলারপন্থী বুদ্ধিজীবীরা মিডিয়ার মারফতে গ্রিক দেবীর মূর্তিকে ‘ভাস্কর্য’ বলে জনগণকে বিভ্রান্ত করছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ইসলামে মূর্তি স্থাপন হারাম। মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিশ্বাস করলে বা এমন ভাবনা অন্তরে পোষণ করলে, কোনো মুসলমানের ঈমান থাকবে না।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য বোঝা প্রয়োজন। ভাস্কর্য এবং ধর্মীয় প্রতিমাকে গুলিয়ে ফেলার একটা প্রবণতা আমাদের সমাজে আছে। সেই সুযোগ নেয় ধর্মীয় উগ্রবাদিরা। এখনও তাই হয়েছে।’

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার এই বক্তব্য নিয়ে কটাক্ষ করেছে হেফাজত। তাদের বক্তব্য, ‘আমরা মনে করি, তার (অ্যাটর্নি জেনারেল) এই বক্তব্য ঠিক মলমূত্রকে খাদ্য বলে চালিয়ে দেওয়ার নামান্তর। ভাস্কর্য এবং মূর্তির পার্থক্যের জ্ঞান তার মতো ধর্মীয় জ্ঞানহীন অ্যাটর্নি জেনারেল থেকে শিখতে হবেনা। দেশের আলেমসমাজকে বোকা ভাবাই মূর্খতার পরিচায়ক।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘স্বাধীনতার পর থেকেই ব্রাহ্মণ্যবাদের আজ্ঞাবাহী একশ্রেণির পেইড ও প্রপাগান্ডিস্ট মিডিয়া ও ইসলামবিদ্বেষী সেকুলার অপশক্তি এদেশের সংখ্যাগরিষ্ঠ বৃহত্তর তৌহিদি জনতার ধর্মীয় মূল্যবোধ ও ঈমান-আক্বিদার বিরুদ্ধে নানা ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পন্থায় অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপনও সেই ধারাবাহিকতারই একটি অংশ।’

বিবিসিকে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রোমান আইন থেকেই আমাদের বিচারের বিষয়ের উৎপত্তি। সেজন্যই অন্যান্য দেশের মতো এই ভাস্কর্য করা হয়েছে।’

এই বক্তব্যের জবাবে হেফাজত বলে, ‘একটি স্বাধীন ঐতিহ্যবাহী জাতির অ্যাটর্নি জেনারেল হয়ে তার এহেন বক্তব্য অসমীচীন, কারণ তিনি এই বক্তব্যের মাধ্যমে আমাদের বিচারব্যবস্থায় এখনো যে ঔপনিবেশবাদের গোলামির চর্চা চলছে, সেই অপ্রিয় সত্য প্রকারান্তরে স্বীকার করে নিলেন।’

হেফাজত নেতারা বলেন, ‘আমরা মনে করি, আমাদের বিচারব্যবস্থার সংস্কার অপরিহার্য, কেননা ব্রিটিশ ঔনিবেশবাদের রেখে যাওয়া এবং গড়ে দেওয়া পুরনো ও পশ্চিমা মধ্যযুগীয় আইন ও নীতিমালা এখন পর্যন্ত আমাদের বিচারব্যবস্থায় চালু রাখার অর্থই হলো, আমরা এখনো ব্রিটিশ ঔনিবেশবাদের গোলামি থেকে নিজেদের সম্পূর্ণ মুক্ত করতে পারিনি।’
হেফাজত নেতারা বলেন, ‘আজকে এই ব্যর্থতা স্বীকার করে আমাদের বিচারব্যবস্থা ও আইনতত্ত্বকে ন্যায় ও ইনসাফের প্রতীক পবিত্র কোরআনের আলোকে ঢেলে সাজাতে হবে, এবং যতক্ষণ তা করা হবে না, ততক্ষণ এদেশের গণমানুষ প্রকৃত ইনসাফ ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে থাকবে।’