সিলেটরবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাডার আদালতের রায়ে কিছুই প্রমাণ হয় না: রিজভী

Ruhul Amin
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

কানাডার একটি আদালত পদ্মাসেতুতে দুর্নীতি চেষ্টা মামলাকে গালগপ্প বলে উড়িয়ে দিয়েছে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই প্রকল্পে দুর্নীতি হয়নি-সেটা এই রায়ে প্রমাণ হয় না।

রবিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় রিজভী এ মন্তব্য করেন। ‘নবগঠিত নির্বাচন কমিশন ও নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনার আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে বিএনপিপন্থি একটি সংগঠন।

আওয়ামী লীগের আগের সরকারের আমলে ২০১০ সালে দেশের সবচেয়ে বড় সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতি চেষ্টার অভিযোগ তোলে বিশ্বব্যাংক। তাদের এই প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেয়ার কথা ছিল। এই অভিযোগে তারা সে সময়ের যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করার দাবি তোলে।

বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী দুর্নীতি দমন কমিশন একটি বিশেষ তদন্ত দল গঠন করে সাত জনের বিরুদ্ধে মামলাও করে। তবে আবুল হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে মামলা করেনি দুদক। আর ২০১৩ সালের ৩০ জুলাই এই প্রকল্পে অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। তারা সরে দাঁড়ানোর পর জাপানি সাহায্য সংস্থা জাইকা, আন্তর্জাতিক সাহায্য সংস্থা এডিবিসহ তিনটি প্রতিষ্ঠান সরে দাঁড়ায়। এরপর সরকার নিজ অর্থে সেতুর কাজ চালিয়ে নেয়।

বিশ্বব্যাংকের অভিযোগ ছিল, কানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মীরা ঘুষ দিয়ে পরামর্শকের কাজ বাগিয়ে নেয়ার চেষ্টা করেছিল। তাদের অনুরোধে কানাডা সরকার সে দেশে মামলা করে এবং লাভালিনের তিন কর্মকর্তার বিচার হয়। স্থানীয় সময় শুক্রবার প্রকাশ হওয়া ওই রায়ে বিচারক পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগকে ‘গালগপ্প’ ও ‘শোনা কথা’ বলে উড়িয়ে দেন।

কানাডা আদালতের এই রায় শনিবার বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বাংলাদেশে যারা এই সেতু প্রকল্প নিয়ে নানা অভিযোগ করেছিলেন, তারা বলতে গেলে চুপসে গেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বইমেলায় গেলে তাকেও এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘কোথায় কী প্রমাণ হলো এটা আমাদের দেখার বিষয় নয়। তখন দুর্নীতির অভিযোগ উঠেছিল, এটা নিয়ে কথা বলেছিলাম। বিশ্বব্যাংক এই প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। এখন কী হয়েছে সেটা আমাদের জানা নেই।’

তবে পরদিন বিএনপি নেতা রিজভী বলেন, ‘কানাডার আদালতে রায়ের পরও পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি- এ কথা প্রমাণ হয় না।’ তিনি বলেছেন, ‘বিশ্বব্যাংক এখনো তাদের অভিযোগ থেকে সরে আসেনি’।

২০১৩ সালের ৩০ জুন পদ্মাসেতু প্রকল্প থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিশ্বব্যাংকের বিবৃতি নিয়েও কথা বলেন রিজভী। বলেন, ‘পদ্মাসেতুতে যে দুর্নীতি হয়েছে তা বিশ্বব্যাংকের বিবৃতিই প্রমাণ করে। আর বিশ্বব্যাংক তাদের অবস্থান থেকে সরে আসে নাই। দুর্নীতি হচ্ছে এই সরকারের ইসতেহার, আদর্শ, ধ্যান, জ্ঞান।’

রিজভী বলেন, ‘কানাডায় রায় প্রকাশের পর আজ অভিযুক্ত দুর্নীতিবাজদের উল্লাস দেখতে হচ্ছে। অথচ দেশ এখন দুর্নীতির স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্য থেকে সরে আসা সম্ভব নয়।’

সরকারের পক্ষের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন এবং সরকার একই ঝাঁকের কৈ। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাদের কাছে গণতন্ত্রের কোনো স্থান নেই। তারা নিজেরা জোর করে ক্ষমতায় থাকার জন্যই একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং নাটক করছে।’ তিনি বলেন, ‘এই সরকারের নীতি হচ্ছে এক ব্যক্তির দানবীয় ইচ্ছাকে প্রাধান্য দেয়া।’

রাজনৈতিক অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নতুন সিইসি কে এম নূরুল হুদাকে পদত্যাগের আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘অনাচার-অবিচার দীর্ঘদিন চলতে পারে না। আপনাদের শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন।’

সিইসি নুরুল হুদাকে ১৯৯৬ সালে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের সময় গড়ে উঠা জনতার মঞ্চের লোক বলেও দাবি করেন রিজভী।

গত সোমবার নুরুল হুদাকে সিইসি করে নতুন নির্বাচন কমিশন গঠনের পর থেকেই এই অভিযোগ করে আসছে বিএনপি। তবে নুরুল হুদা জানিয়েছেন, এই মঞ্চ হয়েছিল ঢাকায় আর তিনি তখন ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক। ওই পরিস্থিতিতে কুমিল্লা থেকে ঢাকায় এসে জনতার মঞ্চে উঠার সুযোগ ছিল না।

রিজভী বলেন, ‘যিনি কুমিল্লায় ডিসি থাকাকালে বেগম খালেদা জিয়ার ছবি নামিয়েছেন সেই লোক একজন রাজনৈতিক কর্মীর মতোই আচরণ করছেন। তার ভাই একটি ইউনিয়নের শাসকদলের সভাপতি। তিনি সিইসি হওয়ার পর তাকে সেখানে দলীয় লোকেরা মিষ্টি খাইয়েছে। এতে প্রমাণিত হয় যে নতুন সিইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা এতদিতন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখিয়েছি। কারণ আমরা মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেউ থাকলে তার মাছে ন্যায়বিচার ও সততার উদ্রেক হয়। কিন্তু রাষ্ট্রপতি একজন বিতর্কিত এবং জনতার মঞ্চের লোককে প্রধান নির্বাচন কশিনার নিয়োগ দিয়ে আরো একটি কালিমা লিপ্ত অধ্যায় রচনা করার সুযোগ তৈরি করে দিলেন।’

গোলটেবিল আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স, খালেদা ইয়াসমিন, নিপুণ রায় চৌধুরী,
জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শোয়াইব আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।