সিলেটমঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামিয়া আঙ্গুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Ruhul Amin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল ইমরান চৌধুরী,সিলেট রিপোর্ট : সিলেটের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি জামিয়ার সকল প্রাতিষ্ঠানিক বিভাগ বন্ধ ঘোষণা করা হয়  ।
মঙ্গলবার সকাল দশটায় জামিয়া ক্যাম্পাসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন বাদ জোহর জামিয়ার হিফজ শাখায় ভাষা শহীদদের জন্যে কুরআন তিলাওয়াত করা হয়। বাদ আসর জামিয়ার নতুন মাদরাসা মসজিদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
জামিয়ার ছাত্র সংগঠন আল-হিলাল ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্র সংসদের সভাপতি মাওলানা আব্দুল হাফিজ , জামিয়ার শিক্ষক হাফিজ মাওলানা ফরহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কুরআনে কারীম তিলাওয়াত করেন- হিফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ আবিদ, সঙ্গীত পরিবেশন করেন- তাকমীল ফিল-হাদীসের ছাত্র মুশাহিদ মনোয়ার, মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা করেন ছাত্র সংসদের বার্ষিক মুখপত্র আল-হিলাল সম্পাদক কবি মাওলানা সাজিদুর রাহমান সাজিদসভায় শিক্ষক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুর রব, মুফতি ইকবাল হোসাইন, মুফতি ইয়াহয়া  বিন আসআদ, হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইন, হাফিজ মাওলানা জামাল উদ্দীন প্রমুখ সভার শেষলগ্নে মহান ভাষা শহীদদের রূহের মমাগফিরাত কমনা করে দোয়া পরিচালনা করেন-ছাত্র সংসদের সভাপতি মাওলানা আব্দুল হাফিজ।
জামিয়ার মহা-পরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দীন এক বিবৃতিতে মহান ভাষা আন্দোলনের শহীদানের রূহের মাগফিরাত কামনা করেন তিনি বাংলা ভাষাকে ইসলাম প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করে কওমি অঙ্গনে বাংলার ব্যাপক প্রসার ঘটাতে আলিম সমাজের প্রতি আহবান জানান।