সিলেটবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কিবরিয়া হত্যা মামলার আসামী গ্রেফতার

Ruhul Amin
ফেব্রুয়ারি ২২, ২০১৭ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল জলিল সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ১০ জন জামিনে, ১২ জন কারাগারে রয়েছেন। আর জলিলসহ ১০ জন পলাতক ছিলেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে। এ হত্যা মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।