সিলেটবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১৪ নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন সম্পন্ন

Ruhul Amin
ফেব্রুয়ারি ২২, ২০১৭ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর সংবাদদাতা :
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথপুরের ১৪ নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের “স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন ২০১৭” বুধবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পযন্ত ভোটগ্রহণ হয়। এতে তৃতীয়-চতুর্থ-পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করে।
৭টি পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রার্থীরা- হলো- পূজা রাণী বৈদ্য, নাবিলা আক্তার নিশাত, শরীফা বেগম, সুবহে ছাদিক, সুবাস সরকার (তৃতীয় শ্রেণী)।
মাহফুজুর রহমান মারুফ, নাহিয়ান আহমদ ইমন, ছামিউল রহমান, সৌরভ আহমদ ( চতুর্থ শ্রেণী)।
আব্দুল মজিদ, নাহিদ আলম, খাদিজা আক্তার ঊর্মি, জুবায়েল আহমদ, দুর্য্যেয় গুপ্ত (পঞ্চম শ্রেণী)।
নির্বাচন রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিনা খনম সিলেট রিপোর্ট ডটকমকে জানান, স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের গণতন্ত্রে চর্চার বিকাশ ঘটবে। নির্বাচনে পরিদর্শন করতে এসে প্রতিভা এডুকেশন ট্রাস্টের সভাপতি হাফিজ সাজ্জাদুর রহমান বলেন, স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন ছাত্র ছাত্রীদের একটি অন্য রকম শিক্ষা যা বর্তমানের গণতন্ত্র চর্চায় তাদের সাহায্য করে। সমাজসেবক এমদাদুর রহমান সুমন বলেন, ছাত্র ছাত্রীদের নির্বাচন সম্পর্কে আগ্রহী করতে স্টুডেন্টস্ কাউন্সিল খুব গুরুত্বপূর্ণ।
ভোট কেন্দ্রে আশা চতুর্থী শ্রেণীর প্রার্থী নাহিয়ান আহমদ ইমনের পিতা বলেন, ছাত্র ছাত্রীদের এ নির্বাচন ঈদ উৎসবে রূপান্তরিত হয়েছে।
বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে পরবর্তিতে জানানো হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা বিলকিছ বেগম।