সিলেটরবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী সংঘর্ষে ওসমানীনগরে একজন নিহত

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাজপুর কদমতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ করে রাখে বিক্ষোব্দ আ’লীগ নেতাকর্মীরা (নৌকা সমর্থকরা)।

নিহত সাইফুল ইসলাম(১৬) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের মৃত শরফ উদ্দিনের ছেলে। এদিকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের ফলে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

রোববার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার সাদীপুর ইউপির বাংলাবাজার হাতানিপাড়ায় ঘটনাটি ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে আহতদের তাৎক্ষনিক ভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীকে নিয়ে সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা কবির উদ্দিন, আরজু মেম্বার তার ভাই বাহার মিয়াসহ বেশ কিছু সমর্থক সাদীপুর ইউপির বাংলাবাজারে গণ সংযোগে যায়।
সেখানে একটি চা স্টলে জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচরের আল-আমিন সহ ৬ যুবক নাস্তা করছিল। এ সময় জগলু চৌধুরীর সমর্থকদের সাথে গণসংযোগ নিয়ে বাকবিতন্ডা হয়।

বিষয়টি সাময়িক ভাবে শেষ হলেও রোববার সকালে বিষয়টি সালিশের মাধ্যমে সমাধান হওয়ার কথা থাকলেও সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থরেই সাইফুল নিহত হয়। আহত হয় আরো প্রায় শতাধিক ব্যক্তি। সংঘর্ষের পর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। ওসমানীননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।