সিলেটবুধবার , ১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে সংঘর্ষের ঘটনায় আ’লীগ নেতা কবীরকে আসামি করে মামলা

Ruhul Amin
মার্চ ১, ২০১৭ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেটের ওসমানীনগর উপজেলায় সংঘর্ষে  মাদ্রাসা ছাত্র সাইফুলের হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আটক করেছে পুলিশ । মামলায় প্রধান আসামী করা হয়েছে আওয়ামী লীগ নেতা কবীরকে।

এদিকে সংঘর্ষের পর গ্রেফতার এড়াতে গ্রাম্যশুন্য দক্ষিণ কালনীচর ও উত্তর কালনীরচর সহ পাশ্ববর্তী এলাকার পুরুষরা ।

মঙ্গলবার নিহত সাইফুলের মা সেলিনা বেগম ওসামানীনগর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দু’শতাধিক ব্যাক্তিকে আসামী করে মামলা করেন।

সংঘর্ষে আহতদের অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বাড়ানো হয়েছে।

সোমবার ওসমানীনগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের রেঞ্জ পুলিশ সুপার (এসপি) নূরুল হক, অতিরিক্ত পুিলশ সুপার ওসমানীনগর সার্কেল কবির আহমদ ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরিদর্শনকালে ঘটনাস্থল বাংলাবাজার  ওকাননিচর বাজারের ব্যবসায়ীদেরকে দোকানপাট খোলার  নির্দেশ দেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আউয়াল চৌধুরী মামলা দায়ের বিষয় নিশ্চিত করে জনানা, এলাকার পরিস্থিতি এখন শান্ত। অপ্রতিকর কোন পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, রোববার উত্তর কালনীরচন ও দক্ষিণ কালনিরচরের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষে কিশোর সাইফুল  ও সবজি ব্যবসায়ী সুহেল আহমদ(২০) নিহত হয়।