সিলেটবুধবার , ১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাফেজ্জী হুজুরসহ দুই বুজুর্গের নাম পুন:স্থাপন করতে হবে: নূর হোছাইন কাসেমী

Ruhul Amin
মার্চ ১, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোছাইন কাসেমী এক বিবৃতিতে ঢাকার দু’টি সড়কের নামফলক থেকে “হযরত হাফেজ্জী হুজুর (রহ) ও মুফতি আমিমুল ইহসানের (রহ)” এর নাম মুছে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন  হযরত হাফেজ্জী হুজুর (রহ) এ দেশের স্বাধীনতার পক্ষশক্তি ছিলেন, দেশের কল্যানে আজীবন কাজ করেছেন। স্বাধীনতার বিপক্ষে তার নুন্যতম কোন অবস্থান ছিলনা। তিনি ঢাকা শহরে লালবাগ জামেয়া কোরআনিয়া আরাবিয়া ও কামরাঙ্গিরচর জামেয়া নূরিয়াসহ বেশ কয়টি মাদরাসা প্রতিষ্ঠা করেন। জীবনের শেষ দিকে এসে রাজনীতিতে অংশগ্রহণ করে আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদেরকে রাজনীতিতে অবতীর্ণ হওয়ার পথ প্রশস্ত করেন। এবং প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। মুফতি আমিমুল এহসান (রহ) মাদরাসা-ই আলিয়া-ঢাকা-এর হেড মাওলানা ছিলেন। তিনি আজীবন জাতীয় মসজিদ বায়তুল মোক্কারমের খতীব ছিলেন। তারিখে ইসলাম সহ বহু গ্রন্থ প্রনেতা ছিলেন। আল্লামা কাসেমী বলেন, দেশ ও জাতীর  বিভিন্ন গুরুত্বপুর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তদানিন্তন ঢাকা সিটি কর্পোরেশন সেচ্ছায় প্রখ্যাত  এ আলেমদ্বয়ের নামে রাজধানী ঢাকার দুটি সড়কের নামকরণ করে। বর্তমানে ইসলাম বিরোধী একটি চিহ্নিত মহলের ইসলাম ও উলামায়েকেরামের বিরোদ্ধে উদ্দেশ্য প্রণোদীত দুর্ভিসন্ধিমূলক ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসাবে ঢাকার দু’টি সড়কের নাম ফলক থেকে এই দুই প্রখ্যাত বুযুর্গের নাম মুছে দেওয়ার প্রয়াশ চালাচ্ছে।
তিনি অভিলম্বে হাফিজ্জী হুজুর র. ও মুফতী আমিমুল ইহসান এর নামে সড়ক বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান। অন্যথায় ইসলাম প্রিয় জনতা এ ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে।