সিলেটশুক্রবার , ৩ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে কওমী-ফুলতলী সংঘর্ষের ঘটনা নিষ্পত্তির উদ্যোগ

Ruhul Amin
মার্চ ৩, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  ছাতকে তাফসিরুল কোরআন মাহফিল নিয়ে সংঘর্ষের ঘটনা আপোষে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ নিয়ে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে সালিশ-বৈঠকের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিস্পত্তি করার উদ্যোগ নেয়া হয়েছে বলে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী জানিয়েছেন। হত্যাকান্ডের কান্ডের ঘটনায় আইনী বিষয়টি ব্যতিরেখে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ফের না ঘটানোর লক্ষ্যে এবং শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। উভয় পক্ষই আপোষের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। উদ্যোগ দাতাদের মধ্যে রয়েছেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, প্যানেল মেয়র তাপস চৌধুরী, আ’লীগ নেতা শাহীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, নওশাদ মিয়া, দিলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া প্রমুখ। একটি নিরপেক্ষ স্থানে জনপ্রতিনিধি ও এলাকার বিচারিক গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সুবিধাজনক তারিখে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
এদিকে,ছাতকের সংঘর্ষেরজেরধরে সিলেটে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য আলহাজ মকন চেয়ারম্যানের মধ্যস্থতায় সিলেটে নগরীতে উভয় পক্ষের আলেম-উলামাদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের কয়েক দফায় বৈঠকের পরে সিলেট আলিয়া মাঠে ফুলতলী পক্ষের শানে রিসালাত সম্মেলন চলছে।