সিলেটমঙ্গলবার , ১৪ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘প্রস্তাবিত নাগরিকত্ব আইন মৌলিক অধিকার খর্ব করবে’

Ruhul Amin
মার্চ ১৪, ২০১৭ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  প্রস্তাবিত ‘নাগরিকত্ব আইন ২০১৬’-কে কালো আইন বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার দুপুরে ‘নাগরিকের নিরাপত্তা ও নাগরিকত্ব আইন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিমত জানান।

ড. মঈন খান বলেন, ‘প্রস্তাবিত আইনে দেশের মানুষের মৌলিক অধিকার খর্ব করা হবে, আন্তর্জাতিক আইনকে খর্ব করা হবে। আমি বলব- এ আইনের মাধ্যমে আমরা আমাদের সংবিধানকেও খর্ব করবো, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আইন বলুন, কালা-কানুন বলুন অনেক দেখেছি। বাংলাদেশের মানুষ আইন মেনে নিয়েছে, কিন্তু কোনো কালা-কানুন মেনে নেয়নি। তারা বুকের রক্ত দিয়ে রাজপথে এসবকে প্রতিহত করেছে।’

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমাদের স্বাধীনতাকামী চিরজাগ্রত মানুষকে মিথ্যা হুমকি দিয়ে, ধমকি দিয়ে, অন্যায় আইন করে, অপশাসন দিয়ে কুক্ষিতগত করা যায়নি, যাবে না।’

এসময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দ্বৈত নাগরিকত্ব প্রথা চালু করেন। যারা বিদেশে গিয়ে কষ্ট করে উপার্জন করে তারা নিজে প্রতিষ্ঠিত হয়েছিলেন, নিজকে প্রতিষ্ঠিত করেছিলেন, এখনও করছেন।

ড. মঈন খান বলেন, ‘আজ খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ধরে আমরা এদেশে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনব। কোনো কালা-কানুন বাংলাদেশের মানুষের এ প্রত্যাশাকে দমিয়ে রাখতে পারবে না।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ’ সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি ব্যারিস্টার মীর হেলালউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা শাহ মো. আবু জাফর, ব্যারিস্টার সারোয়ার হোসেন, কাদের গনি চৌধুরী প্রমুখ।