সিলেটরবিবার , ১৯ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শততম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Ruhul Amin
মার্চ ১৯, ২০১৭ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
অবশেষে স্বপ্ন পূরণ হলো। শততম টেস্টে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে দুর্দান্ত জয় পেলো টাইগাররা। ১৯১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়েই জয় তুলে নেয়। তামিম ইকবাল যে ভিত গড়ে দিয়েছিলেন, সাব্বির, মুশফিকরা সেটাকে জয়ে পরিণত করেন। শ্রীলঙ্কার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এর ফলে দুই টেস্ট সিরিজটি ১-১-এ শেষ হলো।

টেস্টে বাংলাদেশ রান তাড়া করে জিতেছে মাত্র দুবার। ২০০৯ সালের জুলাইয়ে গ্রেনাডায় ২১৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৪ উইকেটে। ২০১৪ সালের অক্টোবরে মিরপুর টেস্টে জিম্বাবুয়ের দেওয়া ১০১ রানের লক্ষ্যটা অবশ্য তাড়া করতে নেমে ঘাম ছুটে গিয়েছিল বাংলাদেশের, জিতেছিল ৩ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ৩৩৮ ও ৩১৯

বাংলাদেশ : ৪৬৭ ও ১৯১/৬।