সিলেটরবিবার , ২৬ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা দিবসকে সম্মান জানালো গুগল

Ruhul Amin
মার্চ ২৬, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপার্ট:  বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে অনন্য এক সম্মান দেখিয়েছে অনলাইন সার্স ইঞ্জিন গুগল। গুগল ওপেন করলেই ভেসে উঠছে সবুজের পটে আঁকা একটি লোগো। তাতে লেখা গুগল। তবে এর মধ্যে ফুটে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। ইংরেজিতে গুগল লেখার দ্বিতীয় ‘ও’টি লেখা হয়েছে লাল রঙে। তার ভিতর লাল-সবুজ পোশাকে পত পত করে উড়ন্ত একটি পতাকা নিয়ে দৌড়াচ্ছেন মুক্তিচেতা কোনো এক বাঙালি। এ সম্পর্কে গুগল লিখেছে, আজ ৪৬তম স্বাধীনতা দিবস উদযাপন করছে বাংলাদেশ। শহীদ মুক্তিযোদ্ধা, সেনা সদস্যদের প্রতি দেখানো হচ্ছে বিশেষ সম্মান। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুরুতে তাদের স্মরণ করা হয়। দেশজুড়ে এই মহান দিনটিকে স্মরণ করতে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। তার মধ্যে রয়েছে কুচকাওয়াজ, সঙ্গীত অনুষ্ঠান, স্মৃতিচারণ সহ নানা আয়োজন।  উল্লেখ্য, আজকের গুগলের আজকের ডুডল নির্বাচন করার আগে কয়েকটি ডুডল পরিকল্পনা করে গুগল। তার মধ্যে একটি ডুডলে ছিল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। তাকে গুগল লেখার মধ্যে দু’রকম ভাবে উপস্থাপন করা হয়। তবে এর সঙ্গে যারা জড়িত তারা আজকের ডুডল নির্বাচন নিয়ে কঠোরভাবে কাজ করেছেন। কারণ, এখানে রং ও উপস্থাপনা গুরুত্ব পেয়েছে। শেষ পর্যন্ত তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে একটি ডুডল নির্বাচিত করেছে।