সিলেটমঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে মাটিয়ান হাওরের ধান

Ruhul Amin
এপ্রিল ৪, ২০১৭ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

হাওরাঞ্জল প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ বোরো ফসলি ধানের হাওর মাটিয়ান হাওর মঙ্গলবার ভোরে আলমখালীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর জমির কাঁচা ধান। এ নিয়ে উপজেলার ৯টি হাওরের ১০ হাজার হেক্টর বোরো জমির কাঁচা ধান পানির নিচে তলিয়ে গেছে।

অরক্ষিত শনির হাওরটি রক্ষা করার জন্য হাওরপাড়ের কৃষকরা দিন-রাত স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত ডুবে যাওয়া হাওরগুলো হলো- মাটিয়ান, মহালিয়া, বলদা, গনিয়াকুড়ি, সন্যাসী, মিথ্যারডুবা, লোবা, গুলাঘাট ও গুরমা বর্ধিতাংশের ছনার হাওর।

গত শনিবার থেকে মঙ্গলবার এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রবল পানির তোড়ে হাওরগুলোর ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের সমুদয় ধান পানির নিচে তলিয়ে যায়।

অপরদিকে মঙ্গলবার সকাল থেকে তাহিরপুরে হাটবাজার বন্ধ রেখে হাওরপারের কৃষক-দোকানদার সকলেই সকাল থেকেই শনির হাওরে বোরো ফসল রক্ষায় বেড়ি বাঁধগুলোতে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন।

হাওরপাড়ের বিভিন্ন গ্রামের মসজিদ থেকে মাইকিং করে ষোষণা আসছে হাওরের অবস্থান ভাল নয় দোকান পাঠ বন্ধ রেখে দ্রুত বাঁধের কাজে চলে যান। আর এ থেকেই  শনির হাওরপাড়ের বিভিন্ন গ্রাম থেকে লোকজন  কোদাল, টুকরিসহ চলে যান হাওরের বিভিন্ন বাঁধে।

হাওরের বিভিন্ন বাঁধ ঘুরে দেখা গেছে, শনির হাওরের নান্টুখালি, ঝালখালি, লালুর গোয়ালা, বগিয়ানা আপর বাঁধ, সাহেবনগর বাঁধ, আহাম্মককালি বাঁধ, শ্রীপুর বেড়ি বাঁধসহ বিভিন্ন বাঁধে দুই সহস্রাধিক লোকজন বাঁধে কাজ করছেন।

মাটিয়ান হাওরের উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, হাওরটি আলমখালীর বাঁধ ভেঙে মঙ্গলবার ভোরে ডুবে গেছে।

ডুবে যাওয়া মহালিয়া হাওরপাড়ের সুলেমানপুর গ্রামের কৃষক ফজল আমিন বলেন, মহালিয়া হাওরটি তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ও জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে।

মহালিয়া হাওরের বেহেলী ইউনিয়ন অংশের পাউবোর কাজ পায় বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার তালুকদার। ওই কাজের প্রাক্কালন ব্যয় ধরা হয়েছিল ৯ লাখ ৬১ হাজার টাকা। তিনি যদি এই কাজের যদি ২ লাখ টাকার কাজ করতেন তাহলে হাওরটির ফসল এভাবে অকাল বন্যার পানিতে তলিয়ে যেত না।

এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বললেন, ‘চেয়ারম্যান অসীম কুমার তালুকদারের কথা বলে লাভ নেই, সে শুধু অফিসে এসে বলে বিল দেন বিল দেন।’

আমরাও সরেজমিনে দেখেছি, ওই চেয়ারম্যান বাঁধে সামান্য কাজ করেছিল।

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী বলেন, পাহাড়ি ঢলের পানিতে মাটিয়ান হাওরের বাঁধ ভেঙে ৫ হাজার হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে যায়।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান বলেন, মাটিয়ার হাওরের বাঁধগুলোতে সময়মত কাজ না করার কারণে পাহাড়ি ঢলের পানিতে হাওরের ৫ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে মাটিয়ান হাওরের আলমখালী বাঁধ ভেঙে হাওরটি তলিয়ে গেছে। উপজেলার সর্ববৃহৎ শনির হাওরটি রক্ষার জন্য হাওর পাড়ের মানুষ বিভিন্ন বাঁধে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। ঠিকাদারদের মোবাইলে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, হাওরপাড়ের কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধে কাজ করছে। আমরা তাদের প্রয়োজনীয় বাঁশ, বস্তা দিয়ে সাহায্য করছি।