সিলেটবুধবার , ৫ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মরার ওপর খাঁড়ার ঘা

Ruhul Amin
এপ্রিল ৫, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

এনামুল হক এনি, ধর্মপাশা : ধান কাটা শুরুর আগেই হাওরে শুধু পানি আর পানি। একের পর এক ডুবছে হাওরের ফসল। বাড়ছে হাওর পাড়ের কৃষকের আহাজারি। এর মাঝে মরার ওপর খাঁড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনী দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। মঙ্গলবার সকালে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হঠাৎ     করে চাল ও আটার দাম বাড়িয়ে দেয়। প্রতি বস্তা চাল সোমবার যেখানে ছিল ১৮৫০ টাকা থেকে ১৯০০ টাকা। মঙ্গলবার সকাল থেকে চালের বস্তা ২৪৫০ টাকা থেকে ২৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। আটার বস্তা সোমবার যেখানে ছিল ৯০০ টাকা সেই আটা মঙ্গলবারে বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। অস্বাভাবিকভাবে চাল ও আটার মূল্য বৃদ্ধির বিষয়টি স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাথে থানা পুলিশের সহায়তায় বাজার পরিদর্শনে যান এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না রাখার জন্য বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, বাজারে চাল ও আটার মূল্য বৃদ্ধির বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পারি। পরে বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের বলেছি অতিরিক্ত মূল্য না রাখার জন্য এবং সচেতনতার জন্য মাইকিং করে সবাইকে জানানো হয়েছে। কেউ যদি অতিরিক্ত মূল্য রাখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।