সিলেটমঙ্গলবার , ১৮ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

উদ্বাস্তু তিব্বতীয়দের নাগরিকত্ব দেবে ভারত

Ruhul Amin
এপ্রিল ১৮, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

তিব্বতের যে সব উদ্বাস্তু পরিবার ভারতে এসে আশ্রয় নিয়েছিল তাদের নাগরিত্ব দেবে ভারত। অর্থাৎ তিব্বত ছেড়ে ভারতে আসা পরিবারের যেসব সদস্য ১৯৫০ থেকে ১৯৮৭ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা পাবেন ভারতীয় পাসপোর্ট।

ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশ এবং দেশের বাইরে ভারতের যে সব পাসপোর্ট অফিস আছে তাদের প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে ২৬-০১-১৯৫০ থেকে ০১-০৭-১৯৮৭ সালের মধ্যে যারা জন্মেছেন তাদের ভারতীয় পাসপোর্টের আবেদন অবিলম্বে মঞ্জুর করা হোক।

কেন্দ্রে নতুন নীতি অনুসারে তাদের দেওয়া হবে ভারতের নাগরিক অধিকার। তিব্বতী উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যায় কি না সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে বিবেচনা করার পরামর্শ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই পরামর্শ বিচার বিবেচনা করে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারের পক্ষে বিচারপতিকে জানানো হয়েছে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে যে রায় দিল্লি হাইকোর্ট দিয়েছিল, তা মেনে নেওয়া হল। ১৯৫০ থেকে ১৯৮৭ সালের মধ্যে যারা জন্মেছেন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তাদের ভারতীয় বলেই গন্য করা হবে।

মার্চ ২০১৭ থেকেই কার্যকর করা হয়েছে এই নতুন নীতি। অনুমান করা হচ্ছে এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার তিব্বতী। যাদের বাধ্য করা হয়েছিল নিজের দেশ ছেড়ে চলে আসতে।