সিলেটবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানব কল্যানে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ

Ruhul Amin
এপ্রিল ২০, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল মাহফুজ, জৈন্তাপুর থেকে:  হাজার বছরের ঐতিহ্যবাহী জনপদ জৈন্তাপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে জীবনসংগ্রামে তাদের সাহস যোগিয়ে যাচ্ছে জৈন্তাপুর প্রবাসী গ্রুপ। প্রয়োজনে প্রসারিত করছে আর্থিক সগযোগিতার হাত। এপর্যন্ত তিন দফা অর্থ বিতরণ করছে প্রবাসী গ্রুপ। প্রস্তুত করেছে চতুর্থ দফা অর্থ বিতরণের চূড়ান্ত তালিকা। ১৮ এপ্রিল অনুষ্ঠিত টেলি-সভায় কার্যউপদেষ্টা কমিটি কর্তৃক চূড়ান্ত তালিকটি অনুমোদিত হয়।  পূর্ণ তালিকায় দেখা যায়-১। কাতারের কো-অর্ডিনেটর সুহেল আহমদের অনুরোধে এবং চিফ কো-অর্ডিনেটর আব্দুল ওদুদ দুদু সাহেবের সুপারিশে রামপ্রসাদের কিডনী রোগী নজমুল ইসলাম (G.F=১৫,০০০/-+১০,০০০/-)=২৫,০০০/-

২। ওমান শাখার ক্রীড়া সম্পাদক

শরীফ আহমদের অনুরোধে এবং

গ্রুপনেতার একান্ত সচিব কুতুব

উদ্দিনের সুপারিশে গর্দনা গ্রামের

হার্ট অপারেশনের রোগী হাফিজ

রফিক আহমদ (G.F=১৫,০০০/-

+১০,৫০০/-)=২৫,৫০০/-

৩। অর্থ উপকমিটির চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরীর অনুরোধে এবং মাননীয় গ্রুপনেতা জামাল আ: নাসেরের সুপারিশে ঠাকুরের মাঠি গ্রামের ক্যানসার রোগী আব্দুল লতিফ (G.F=১৫,০০০/-

+১০,৫০০/-)=২৫,৫০০/-
৪। চিকিৎসা উপকমিটির চেয়ারম্যান শামসুল আলমের অনুরোধে এবং সমাজসেবা উপদেষ্টা এবিএম জাকারিয়ার সুপারিশে শাহজালাল কলেজ গেইটের প্যারালাইজ্ড রোগী আব্দুর রউফ =G.F=১৫,০০০/-

৫। প্রচার উপকমিটির সদস্য সচিব সালমান সোলেমান এর অনুরোধে এবং গ্রুপনেতার একান্ত সচিব কুতুব উদ্দিনের সুপারিশে দরবস্ত পাকড়ী গ্রামের জঠিল রোগী ওলিউর রহমান =G.F=১৫০০০/-

৬। দাতা গ্রুপের অন্যতম সদস্য

আব্দুল হামিদের অনুরুধে এবং শ্রমিক পরিসেবা উপকমিটির চেয়ারম্যান ফখরুল ইসলামের সুপারিশে ফেরিঘাট লক্ষীপ্রসাদ গ্রামের কিডনী রোগী রফিক আহমদ =G.F=১৫,০০০/-

৭। ধর্ম ও দু:স্থ্য কল্যাণ উপকমিটির

সদস্য সচিব মৌ: জহির উদ্দিনের

অনুরোধে এবং শ্রমিক পরিসেবা

উপকমিটির চেয়ারম্যান ফখরুল

ইসলামের সুপারিশে কামরাঙ্গী
গ্রামের মরহুম মৌলানা সামছুল হকের এতিম বাচ্চাদেরকে সহায়তা=G.F=১০,০০০/-

৮। ওমান শাখার সহক্রীড়া সম্পাদক ইউনুছ খানের অনুরোধে এবং শিক্ষা ও সংস্কৃতি উপকমিটির চেয়ারম্যান মাসুক আল আমিনের সুপারিশে ২নং জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের

মৃত মুমিন মিয়ার বিধবা স্ত্রী ও ছোট

ছোট এতিম ছেলেমেয়েদের আর্থিক সহায়তা=G.F=১০,০০০/-

৯। মাননীয় গ্রুপ নেতা জামাল আ:
নাসেরের অনুরোধে চিকনাগুল
বাগানের পার্শ্ববর্তী মহল্লার নির্যাতিত এক মহিলাকে সহায়তা =G.F=১০,০০০/-
১০। মাননীয় গ্রুপনেতার একান্ত সচিব কুতুব উদ্দিন,প্রচার উপকমিটির সদস্য সচিব সালমান সোলেমান এবং কো-অর্ডিনেটর (ওমান) কবির আহমদের অনুরোধে এবং মাননীয় চীফ কো-
অর্ডিনেটর এর সুপারিশে দরবস্ত
ফান্দু গ্রামের জঠিল রুগী মোক্তার
আলীকে চিকিৎসা সহায়তা -(G.F=১৩,০০০/-+২,০০০)=১৫,০০০/-

১১। মধ্যপ্রাচ্য বিষয়ক উপকমিটিরচেয়ারম্যান জনাব আলহাজ ফখরুল আলমের অনুরোধে হেমু ভাটপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সুলতান কে চিকিৎসা সহায়তা=G.F=১০,০০০/-

সর্বমোট অনুদান ১,৭৬,০০০ টাকা। বিতরণের নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি। তবে শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান গ্রুপের এক সিনিয়র নেতা।
জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’র প্রধান উপদেষ্টা জনাব ইমরান আহমদ এমপির মাধ্যমে, গ্রুপ উপনেতা জনাব এম এ জি চৌধুরী খসরুসহ দেশে অবস্থানরত প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং গ্রুপের বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত দেশে বসবাসরত নেতৃবৃন্দ ও সমাজ সেবীদের অংশগ্রহণে, গ্রুপের মুখ্য সঞ্চালক ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের সঞ্চালনায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’র চতুর্থ দফা সহায়তা বিতরণের তালিকাটি চূড়ান্তাকারে প্রকাশিত হয়।