সিলেটশুক্রবার , ২১ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জ-ধর্মপাশার হাওর এলাকা ঘুরে গেল আ.লীগের কেন্দ্রীয় টিম

Ruhul Amin
এপ্রিল ২১, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  কারও অবহেলার কারণে যদি হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে ফসলডুবির ঘটনার প্রমাণ পাওয়া যায়, তাহলে জড়িতদের কোনও অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘কারও জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

এসময় হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন। খুব শিগগিরই তা কার্যকর হবে।’ আগামী এক বছর যেন এনজিওগুলো ঋণের কিস্তির জন্য কাউকে চাপ না দেয়, সে বিষয়ে এনজিওগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধও জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘হাওরে ফসলডুবে ধান গাছ পচে পানি দূষিত হয়েছে। এই দূষিত পানি বিশুদ্ধকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পানিতে মানুষ অসুস্থ হলে মেডিক্যাল টিম গঠন করে ক্যাম্পিংয়ের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।

বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ও উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনেও ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার  বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র মানুষদের সহায়তার জন্য ১০ মেট্রিক টন চাল ও নগদ এক লাখ টাকা বরাদ্দ পেয়েছি। সেই চাল ও অর্থ ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।’