সিলেটসোমবার , ২৪ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির অভিযোগে মামলা

Ruhul Amin
এপ্রিল ২৪, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

পিংকু দাস, রাজনগর থেকে: মৌলভীবাজারের রাজনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল চোরাই পথে বিক্রির অভিযোগ উঠেছে । এছাড়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে প্রাণনাশের হুমকির দায়ে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
জানা যায়, উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিচইনকীর্তি গ্রামের মো. সেলিম (৫৫) উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির একজন ডিলার। তার অধীনে ২৪৯ জন কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ২০১৬ সালের অক্টোবর মাস থেকে চাল বিতরণ করা হচ্ছে। চলতি এপ্রিল মাসে ওই কার্ডধারীদের কাছে ১০ টাকা দরে বিতরণের জন্য ৭ হাজার ৪৭০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। গত ১৪ এপ্রিল ওই চাল সম্পূর্ণ বিতরণ করা শেষ হয়েছে বলে ডিলার মো. সেলিম উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিনয় কুমার দেবকে জানান। কিন্তু কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শেষ হলেও ওই ডিলারের অধীন অনেকেই খাদ্যবান্ধবের চাল পাননি বলে অভিযোগ আসে কর্তৃপক্ষের কাছে। এছাড়া এ নিয়ে গত বৃহস্পতিবার কার্ডধারী কয়েকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিলন বখতের কাছে অভিযোগ করেন। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানান। এ ব্যাপারে লিখিত অভিযোগেও পরে ইউএনও শরিফুল ইসলাম বৃহস্পতিবার বিকালে ওই ডিলারের দোকানে ও বাড়িতে অভিযান চালালেও কোনো চাল পাননি। পরে শুক্রবার সকালে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিনয় কুমার দেব ও খাদ্যপরিদর্শক আবদুল্লাহ আল মামুন সিদ্দিক বিচাইনকীর্তি গ্রামের মজবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিষয়টি জানতে ডিলার মো. সেলিমকে ফোন করলে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকেসহ উপস্থিত সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে ইউএনওর নির্দেশে থানায় ডিলার মো. সেলিমকে আসামি করে মামলা করা হয়েছে। বিচাইনকীর্তি কার্ডধারী গ্রামের স্বপ্না বেগম ও আতাউর রহমান জানান, আমরা প্রথম মাসে ৩০ কেজি চাল পেয়েছি। ওই সময় তিনি আমাদের কার্ড নিয়ে নেন। আর ফেরত দেননি। পরবর্তী ৩ মাসে আমরা কোনো চাল পাইনি। ডিলারের কাছে কার্ড চাইলেও তিনি তা দেননি। এ ব্যাপারে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিনয় কুমার দেব জানান, অবৈধভাবে চাল বিক্রির অভিযোগ উঠেছিল ওই ডিলারের বিরুদ্ধে। শুক্রবার সকালে ১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।