সিলেটসোমবার , ২৪ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাতপোহালেই বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন

Ruhul Amin
এপ্রিল ২৪, ২০১৭ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) ১০টি কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে সব কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পৌছানো হয়েছে।
সোমবার বিকালে কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম কড়া পাহারায় নিয়ে যাওয়া হয়। পৌরশহরের ১০ টি কেন্দ্রে রয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান জানান, নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই। বিজিবি ও র্যা ব টহলে থাকছে। তারপরও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পুরো পৌরসভাকে আমরা নিরাপত্তার বলয়ের মধ্যে রেখেছি। কোন পক্ষ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চাইলে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন ভোটার এবার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট প্রদান করবেন। এ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১৬৪ জন বেশি। পুরুষ ভোটার ১২ হাজার ৪শ’৩জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫শ’৯৪ জন। ওয়ার্ডভিত্তিক ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ভোট ৬ নং ওয়ার্ডে। ভোট সংখ্যা ৩ হাজার ৭শ’ ৭১ ভোট।