সিলেটশনিবার , ২৯ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে নৌকাডুবিতে শিশুসহ নিখোঁজ ২

Ruhul Amin
এপ্রিল ২৯, ২০১৭ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে শিশুসহ দুজন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার স্থানীয় চাতল বিল ও  সাতাইল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুজন হলেন,  উপজেলার মক্রমপুর ইউনিয়নের তেথারিয়া গ্রামের কৃষক জগানন্দ সরকারের ছেলে প্রদীপ সরকার (৮) ও  পুকুড়া ইউনিয়নের আদমনগর গ্রামের রঞ্জন দাশ (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হবিগঞ্জ জেলায় ঝড়-তুফান হচ্ছিল। এ সময় স্থানীয় চাতল বিলে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা প্রদীপ সরকার নিখোঁজ হয়। অপরদিকে একই সময়ে উপজেলার সাতাইল নদীতে ঝড়ের কবলে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা রঞ্জন দাশ নামে এক কৃষক নিখোঁজ হন। খবর পেয়ে রাত ৮টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে কোনও সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ফিরে আসে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শামছুল আলম জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করেও তাদের কোনও সন্ধান পায়নি। তিনি আরও জানান, শনিবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসলে আবারও উদ্ধার কাজ শুরু হবে।

ওসি মোজাম্মেল হক জানান, নিখোঁজের বিষয়টি স্থানীয় মক্রমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবগত করা হয়েছে।