সিলেটশনিবার , ৬ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষায় খারাপ করায় হবিগঞ্জে ১০ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

Ruhul Amin
মে ৬, ২০১৭ ৫:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় অন্তত ১০ জন ছাত্র-ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।এর মধ্যে চুনারুঘাট উপজেলার পুটিয়ারী গ্রামে মারাজ মিয়ার কন্যা আকলিমা (১৬), একই উপজেলার পশ্চিম মিরাশী গ্রামের চান মিয়া খানের কন্যা দিলরুবা খানম (১৫), বাহুবল উপজেলার উমরশীলের কন্যা বৃষ্টিশীল (১৫), বানিয়াচং উপজেলার সাগরদীঘি পাড়ের আমজাদ উদ্দিন (১৬) কে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অন্যান্যদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে।জানা যায়, দীর্ঘ এক বছর ওই ছাত্রছাত্রীরা জেলার বিভিন্ন স্কুলে ১০ শ্রেনীতে লেখাপড়া করে গত ফেরুুয়ারি মাসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ছিল ওই পরীক্ষায় ফলাফল দেয়ার দিন। পরীক্ষার ফলাফল পাওয়ার পর অকৃতকার্যরা রাগে দুঃখে আত্মসম্মানের ভয়ে ক্ষিপ্ত হয়ে হারপিক, ইদুরের ঔষধ, কীটনাশকসহ এ জাতীয় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।পরে স্থানীয়রা বিষাক্রান্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকমপ্লেক্সহ সদর হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে জেলাব্যাপী অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছ-