সিলেটবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাওয়া বাজারে দু’পক্ষের সংঘর্ষ, নিহত

Ruhul Amin
মে ১৮, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষেরে সংঘর্ষে আবু সাইদ নামে একজন নিহত হেয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ জাওয়া বাজারের হাদিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান জানান, জাওয়া বাজারে পিংকি রেস্টুরেন্টের পাশে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে কায়স্থপাড়ার আব্দুল ওয়াহিদ ও হাদিদপুর গ্রামের আব্দুল কাহারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে অন্তত ২১ জন আহত হন।

পুলিশ সুপার আরো জানান, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আহত আবু সাইদকে মৃত ঘোষণা করেন।