সিলেটশুক্রবার , ১৯ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালো হাতের ইশারায় বেফাকের কেন্দ্র পরিবর্তন !

Ruhul Amin
মে ১৯, ২০১৭ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

এম আবু বকর সাদী : বেফাক বোর্ডভুক্ত মাদ্রাসা, দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, সর্বজন শ্রদ্ধেয় আলেম শাইখুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী পরিচালনাধীন জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর। জেলা সদরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় বিগত কয়েক বছর ধরে উমেদনগর জামিয়ায় বেফাকের কেন্দ্র ছিল। কিন্তু এবার আর কেন্দ্র করা হয়নি উমেদনগর মাদ্রাসাকে। আর এই বিষয়ের প্রতিবাদ স্বরূপ স্বেচ্ছায় মাদ্রাসার ছাত্ররা এবারের দাওরায়ে হাদীস পরীক্ষার জন্য আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া এর অধীনে রেজিস্ট্রেশন করেও কেন পরীক্ষায় অংশ নেয়নি।  তবে কেন এবার উমেদনগর মাদ্রাসাকে কেন্দ্র করা হয়নি সেই বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি দেননি। ছাত্ররা কেন পরীক্ষায় অংশগ্রহন করছেন না এই প্রশ্নের জবাবে মাদ্রাসার মহাপরিচলাক, বেফাকের সহসভাপতি ও হবিগঞ্জ দ্বীনি শিক্ষাবোর্ডের সভাপতি, শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী এক প্রশ্নের জবাবে বলেন, ছাত্ররা কেনো পরীক্ষা দিচ্ছেনা এর উত্তর তাদের কাছ থেকে জেনে নিন। ছাত্রদের বক্তব্য অনুযায়ী তারা স্বেচ্ছায় এই পরীক্ষায় অংশগ্রহন করছে না অথচ কিছু অনলাইন পত্রিকা এই বিষয়ে মাদ্রাসার মহাপরিচালককে দায়ী করছেন ।এ ব্যাপারে যোগাযোগ করা হলে জামেয়ার দাওরা হাদিসের ছাত্ররা অভিযোগ করে বলেন, দেশের র্শীষ আলেম শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর বিরুদ্ধে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, অনলাইন নিউজ পোর্টালের নামে কিছু ভুঁইফোর সংস্থা ক্রমাগত মিথ্যাচার ও মনগড়া সংবাদ পরিবেশনে লিপ্ত রয়েছে। পুরো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যখন সরগরম, তখন ছাত্ররা ফেসবুকে একটা লাইভ ভিডিও ক্লিপস আপলোড দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। এক প্রশ্নের জবাবে উমেদনগর জামেয়ার দাওরায়ে হাদীসের ছাত্র হেলাল আহমদ নোমান বলেন, একটি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান এবং দেশের র্শীর্ষস্থানীয় আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুরের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে যে প্রক্রিয়ায় বিষোদগার করা হচ্ছে, তাতে পরিষ্কার হয়ে গেছে যে, এর পেছনে অশুভ কোন শক্তির সাথে এই সব তথাকথিত সংবাদকর্মীদের যোগাযোগ রয়েছে।

হবিগঞ্জ জেলা সদর থেকে উপজেলায় কেন্দ্র দেওয়ার পেছনে বেফাকের কোন কর্মকর্তা,কর্মচারির কালো হাতের ইশারা রয়েছে কি না এব্যাপারে জানতে চাইলে জামেয়ার শিক্ষক মাওলানা তাফহিমুল হক সিলেট রিপোর্টকে জানান, এবিষয়ে আমরা কিছু বলতে চাইনা। তবে আমরা আশাবাদী যে বেফাকের উর্ধবতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করবেন। অপর ছাত্র ওয়াসিক বিল্লাহ হিব্বানও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা নোটিশে পরীক্ষাকেন্দ্র ছিনিয়ে নেয়া থেকেই স্বপ্রণোদিত হয়ে আমরা পরীক্ষা বর্জন করেছি। এখানে আমাদের শাইখকে জড়িয়ে এমন উলঙ্গ মিথ্যাচার কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটা সুস্থ মস্তিষ্কের কাজও নয়। কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত ৭ জন শিক্ষকের পদত্যাগ এবং মাদরাসা কর্তৃপক্ষ ছাত্রদেরকে প্রবেশ পত্র না দেওয়া সম্পর্কে দৃষ্টি আকর্ষন করা হলে, মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাসরুরুল হক বলেন, ৭ জন শিক্ষকের পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ছাত্রদের প্রবেশ পত্র সম্পর্কে তিনি বলেন, ছাত্ররা নাকি প্রবেশ পত্রের জন্য আমার পায়ে ধরেছে, কি আশ্চর্য ব্যাপার! পায়ে ধরা দুরের কথা, তারা প্রবেশ পত্রের জন্য আমার কাছেই আসেনি। প্রকাশিত খবর গুলো উদ্যেশ্য প্রণোদিত বলেও তিনি অভিযোগ করেন। তিনি ক্ষোভের সাথে বলেন, তারা কি কারণে? দেশের একজন শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও জালিয়াতির আশ্রয় নিয়ে একের পর এক সংবাদ প্রকাশ করে ব্যাক্তি ও প্রতিষ্ঠানের চরিত্র হননে নির্লজ্জ অপপ্রয়াস চালাচ্ছে। তা দেশবাসী বুঝে গেছে। এর পরেও আমি এধরণের হলুদ সাংবাদিকতা ও মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য আহবান জানাচ্ছি।