সিলেটসোমবার , ২২ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মালালার ওপর হামলার ঘটনা ছিল সাজানো নাটক!

Ruhul Amin
মে ২২, ২০১৭ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: পাকিস্তান সংসদের তেহরিক ই ইনসাফের সাংসদ মুসারাত আহমাদ জেব দাবি করেছেন, শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফ জাইয়ের ওপর হামলা ছিল সাজানো নাটক। যা সম্পূর্ণই পূর্ব পরিকল্পিত।

শনিবার এক টুইট বার্তায় মুসারাত এই দাবি জানান। খবর ডনের

তিনি দাবি করে বলেন, মালালার ওপর পূর্ব পরিকল্পনা অনুসারে এবং সাজানো হামলা হয়েছিল। এই হামলা পরিকল্পনার সঙ্গে কিছু মানবাধিকার কর্মীসহ একাধিক পক্ষ জড়িত বলেও তিনি দাবি করেন।

মুসারাত আরও বলেন, মালালার উপর হামলার পর তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররাও ছিল সরকারের সাজানো এবং পুরো পরিকল্পনার অংশ।

সাংসদ মুসারাতকে এমন সাজানো ‘নাটক’ করার প্রস্তাব দেয়া হয়েছিল বলেও তিনি জানান। অন্য দেশে আশ্রয় নেবার কোনো আগ্রহ না থাকায় তিনি সেই প্রস্তাবে রাজি হননি বলেও জানান মুসারাত।

উল্লেখ্য, ২০১২ সালের দিকে পাকিস্তানের তালেবান জঙ্গী অধ্যুষিত সোয়াত উপত্যকায় স্কুলছাত্রী মালালার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় পেশোয়ারের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে লন্ডনে পাঠানো হয় তাকে।

সে সময় ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল পাকিস্তানের তেগরিক ই তালেবান গোষ্ঠী। শুধু তাই নয়, মালালা বেঁচে থাকলে তার ওপর আবারও হামলা চালানো হবে বলেও ঘোষণা দিয়েছিলেন তালেবান মুখপাত্র এনসানউল্লাহ।