সিলেটসোমবার , ২২ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ছেলেধরা অপবাদ দিয়ে জলজ্যান্ত যুবককে পিটিয়ে খুন

Ruhul Amin
মে ২২, ২০১৭ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

 

ডেস্করিপোর্ট: ভারতের ঝাড়খন্ডে গত বৃহস্পতিবার হিন্দু জনতার হাতে গণপিটুনিতে নিহত হন ৬ ব্যক্তি। এর মধ্যে একটি ঘটনায় নিহত হন তিন মুসলমান যুবক।

তাদের একজন হলেন জামশেদপুরের শোভাপুর গ্রামের মোহাম্মদ নাইম। তাকে যখন জনতা ঘিরে ধরেছিলো ছেলেধরা সন্দেহ করে, তখন তিনি হাতজোড় করে সবার কাছে নিজেকে নির্দোষ দাবি করতে থাকেন। বারবার বলছিলেন ‘আমি নিরাপরাধ। আমাকে মেরো না।’
কিন্তু তার কথায় কান দেয়ার কেউ ছিল না সেখানে। সবাই মারমুখী হয়ে তাকে পেটাচ্ছিল। এক পর্যায়ে মাথা ফেটে সারা শরীর রক্তাক্ত হয়ে ওঠে তিন সন্তানের বাবা নাইমের। গায়ের শার্ট ছিড়ে নেয় হামলাকারীরা। তখনও মাটি থেকে উঠে করজোড়ে বুঝানোর চেষ্টা করনে উপস্থিত সবাইকে।
কিন্তু মৃত্যু পর্যন্ত কেউ শোনেনি তার কথা।
এ ঘটনায় সরকারের পক্ষ থেকে নাইমের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে চাইলে তার পরিবার নেয়নি। নাইমের স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও বিডিটুডে এর ও সৌজন্যে।