সিলেটশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিমকোর্টের ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে

Ruhul Amin
মে ২৬, ২০১৭ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অবশেষে সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে স্থাপিত বহুল আলোচিত গ্রিক নারী দেবীর ভাস্কর্যটি সরিয়ে নিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভাস্কর্য সরানো কাজ শুরু হয়। তবে ভাস্কর্যটি সরিয়ে অন্য কোথাও তা স্থপন করা হবে কিনা সেসব তথ্য এখনো পাওয়া যায়নি।

সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিচার বিভাগের বিচারিক সেবা বৃদ্ধি ও মামলা জট কমাতে নানা উদ্যোগ গ্রহণ করেন। একইসঙ্গে সারাদেশের বিচার অঙ্গনে নিরাপত্তা বৃদ্ধি ও আদালত প্রাঙ্গণের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়।

বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের ফুল কোর্টে আলোচনাও হয়েছে বলে একটি সূত্রে জানা যায়। সেখানেও ভাস্কর্য স্থাপনের নীতিগত সিদ্ধান্ত আসে। এরপর ভাস্কর্যটি নির্মাণে দেশের স্বনামধন্য ভাস্কর মৃণাল হককে দায়িত্ব দেয়া হয়।

২০১৬ সালের শুরুর দিকে ভাস্কর্যটির নমুনা সুপ্রিমকোর্ট প্রশাসনকে দেখান ভাস্কর মৃণাল হক। সুপ্রিমকোর্ট বিষয়টি দেখে অনুমোদন দেয়ার পর গত ১৮ ডিসেম্বর কোর্টে মূল ভবনের সামনে ফোয়ারার মধ্যে এটি স্থাপন করা হয়। গত ২৪ ডিসেম্বর বিচার বিভাগীয় সম্মেলন ২০১৬ এর সাজসজ্জায় স্থান পায় ভাস্কর্যটি। মূল মঞ্চের দু’পাশে দুটি ভাস্কর্য বসানো হয়।

ভাস্কর মৃণাল হক সাংবাদিককের বলেন, অন্যান্য দেশে স্থাপিত ভাস্কর্যের সঙ্গে আমাদের দেশের ভাস্কর্যের একটু পার্থক্য রয়েছে। ভাস্কর্যের গায়ে স্কার্ফ পরা থাকলেও এখানে শাড়ি পরানো হয়েছে। এছাড়া অন্যান্য দেশে পায়ের নিচে সাপ থাকলেও এখানে এটি বাদ দেয়া হয়েছে।

তবে দেশের সর্বোচ্চ আদালতে ভাস্কর্য স্থাপনের বিষয়টি মেনে নিতে পারেননি দেশের অন্যতম ইসলামী সংগঠন বাংলাদেশ হেফাজত ইসলাম, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও চরমোনাই পীর। এছাড়াও বিভিন্ন সময়ে ভাস্কর্যটি সুপ্রিমকোর্টের আওয়ামী, বিএনপিপন্থী শত শত আইনজীবী মানববন্ধন করে এটির অপসারণ দাবি করেন। তবে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যটি তার পছন্দ নয় বলে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর ভাস্কর্য সরানোর বিষয়টি আরও বেগবান হয়। যার ফলশ্রুতিতে এটি সরানো হচ্ছে বলে মনে করছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী নেতা।