সিলেটবুধবার , ৩১ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে

Ruhul Amin
মে ৩১, ২০১৭ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ‘দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুমোদন দিয়েছেনসিলেটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে আনুষ্ঠানিক পথচলা শুরু হলো। সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী ও সিলেট- ১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
অর্থমন্ত্রীর কার্যালয়ে ৩৩১ নম্বর কনফারেন্স রুমে আজ বুধবার দুপুর ২ টায় এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন দুই মন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী এর অনুমোদন দিয়েছেন। এখন সিলেটে জায়গা নির্ধারণের পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে।

এর আগে সিলেটে গিয়ে অর্থমন্ত্রী সরেজমিনে গিয়ে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ।বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন সিলেটবাসী। এরই প্রেক্ষিতে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিল সরকার।