সিলেটবৃহস্পতিবার , ১ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তথ্যপ্রযুক্তি খাতে বাজেট বাড়ল দ্বিগুণ

Ruhul Amin
জুন ১, ২০১৭ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  দেশের তথ্য ও যোগাযোগ খাতের বাজেট দ্বিগুণের চেয়েও বেশি বাড়ানো হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৩৯৭৪ কোটি টাকা। যা আগের বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ২১৩৯ কোটি টাকা বেশি। ২০১৬-১৭ অর্থবছরের এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ৮৩৫ কোটি টাকা।

 

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণাকে আমরা অব্যাহতভাবে উৎসাহ দিতে চাই। এজন্য বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের মাধ্যমে ফেলোশিপ প্রদান অব্যাহত রাখা হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আইসিটি শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশের ২৩ হাজার ৩৩১টি মাধ্যমিক এবং ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ২০টি মন্ত্রণালয়/বিভাগ. ৬৪টি জেলা জেলা প্রশাসকের কার্যালয় এবং সাতটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতোমধ্যে ই-ফাইলিং চালু হয়েছে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় তথ্যপ্রযুক্তির অগ্রগতি তুলে ধরে বলেন, ‘বিদ্যমান সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি ৪৪ জিবিপিএস হতে বাড়িয়ে ২০০ জিবিপিএস এ উন্নীত করা হয়েছে। এপ্রিল ২০১৭ পর্যন্তহ মোবাইল গ্রাহক সংখ্যা প্রায় ১৩ কোটি ৩১ লাখ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা সাত কোটিতে দাঁড়িয়েছে।’