সিলেটমঙ্গলবার , ৬ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পরিস্থিতি শান্ত রাখতে রাকেশ-কে গ্রেফতার করুন: প্রশাসনকে আলেম সমাজ

Ruhul Amin
জুন ৬, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

খালেদসাইফুল্লাহ, জকিগঞ্জ থেকে: পরিস্থিতি শান্ত রাখতে ফেসবুকে বিশ্বনবী মুহাম্মদ (স.)কে নিয়ে কুটুক্তিকারী রাকেশ রায়কে সময় ক্ষেপন না করে অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন আন্দোলনরত আলেম সমাজ। সোমবার (৫ জুন) বিকাল ৪টায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের যৌথ বৈঠকে উপস্থিত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা প্রশাসনের প্রতি এ দাবী জানান। বৈঠকে আলেম-ওলামাগণ বলেন, রাকেশ রায়ের বিচারের দাবীতে যে আন্দোলন শুরু হয়েছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে ইসলাম প্রিয় জকিগঞ্জবাসী ফুসে উঠেছে। ধর্মপ্রাণ মানুষের এ আন্দোলন এখন কারো নিয়ন্ত্রণে নেই। তাই যে কোন মূল্যে রাকেশ রায়কে গ্রেফতার করে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। আলেম সমাজের এহেন বক্তব্যের জবাবে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, সে যেই হোক রাকেশ রায়কে যে কোন মূল্যে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাকে গ্রেফতারে পুলিশসহ আইন শৃংখলা বাহিনী ইতিমধ্যে বেশ তৎপরতা শুরু করেছে। আশা করছি শীঘ্রই আমরা এর ফলাফল ভোগ করতে সক্ষম হবো। এ সময় তিনি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, পরিস্থিতি অশান্ত করে এবং দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে কোন লাভ নেই। ইসলাম শান্তির ধর্ম তাই আপনারা শান্তিপূর্ণভাবে এগিয়ে গেলে প্রশাসন আপনাদের দাবী পূরণে সার্বিক সহযোগিতা করবে। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার নিজেদের কর্ম তৎপরতার কথা উল্লেখ করে বলেন, যথা শীঘ্রই তাকে গ্রেফতারে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান, বিরশ্রী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছালাম পানু, খলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ, বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক, এসআই বাদল, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না ও অফিস সম্পাদক কেএম মামুন। এছাড়া আলেম ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ নুরুল ইসলাম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারন সম্পাদক মাওঃ মুখলিসুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুল মুছাব্বির, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারন সম্পাদক মাওঃ বিলাল আহমদ ইমরান, উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাওঃ আলাউদ্দিন তাপাদার, উপজেলা আল-ইসলাহ্’র প্রচার সম্পাদক মাওঃ ফদ্বলুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, জকিগঞ্জ আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল কাজী হিফজুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃজামিল আহমদ, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ খেলাফত মজলিসে জকিগঞ্জ পৌর সভাপতি মোস্তফা উদ্দিন, উপজেলা সাধারন সম্পাদক মাওঃ জয়নুল ইসলাম, ছাত্র জমিয়তে কেন্দ্রীয় ছাত্রনেতা ফুযায়েল অাহমদ, উপজেলা ছাত্র জমিয়তের ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ প্রমূখ।