সিলেটবুধবার , ৭ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

উবাই ইবনে কা’ব (রা:) মাদরাসার ইফতার

Ruhul Amin
জুন ৭, ২০১৭ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট শহরতলীর বালুচর হযরত উবাই ইবনে কা’ব (রা:) তাহফিজুল কুরআন নূরানী মাদরাসার ইফতার মাহফিল ৬ জুন মঙ্গলবার মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল করিম হেলালীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সমাজসেবা অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আহমদ আলী, মাজহারুল হক চৌধুরী, ফেইম একাডেমীর প্রধান শিক্ষক ফারুক আহমদ, মাসুক আহমদ, মাওলানা মিজান আহমদ, মাওলানা আব্দুল বাছিত, সালাহ উদ্দিন, আজমল আলী, আব্দুল কাইয়ুম, জহির উদ্দিন, জিনিয়াস একাডেমির শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মুজিবুর রহমান, সাইদুর রহমান প্রমুখ সহ বৃহত্তর বালুচর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার মাহফিলে বক্তারা বলেন, কুরআন মাজীদ মানব জাতির হিদায়াতের মূল উৎস, কুরআন নাযিলের কারণেই রমজানের এতো মর্যাদা ও গুরুত্ব। কোন জড়বস্তুর সাথে কুরআনের সম্পর্ক তৈরী হলে তারও মান বেড়ে যায়। কুরআন মানুষের জন্য নাযিল হয়েছে। মানুষ এ কুরআনকে বুকে ধারণ করলে এর আলোকে জীবন গঠন করলে মানুষ দুনিয়া ও আখেরাতে কামিয়াব হবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য মানবতার কল্যাণে কাজ করতে হবে। রমজানের শিক্ষাকে জীবনে প্রতিফলনের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে নাজাতের পথ সুগম করতে হবে। সমাজের শোষিত বঞ্চিত মানুষের সেবায় সাধ্যানুযায়ী প্রচেষ্টা চালাতে হবে, এটাও ইবাদত। বক্তারা বলেন, রহমত, বরকত ও মাগফেরাতের এই মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তোষ্টি অর্জনে সকলকে প্রচেষ্টা চালাতে হবে।