সিলেটবুধবার , ৭ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওমুসলিম আজিজের মুক্তি ও রাকেশের শাস্তির দাবী মাদানী কাফেলার

Ruhul Amin
জুন ৭, ২০১৭ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তিকারী হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন মাদানী কাফেলা বাংলাদেশ। সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী,মাওলানা শিব্বির আহমদ, সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী,সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী,সিলেট জেলা আহবায়ক হা: মাওলানা মাসউদ আজহার,সিলেট মহানগর আহবায়ক হাফিজ শিব্বির আহমদ রাজি এক বিবৃতিতে বলেন, রাকেশ রায় ফেসবুকে ইসলাম ধর্মনিয়ে যে অবমাননাকর কথা লিখেছে তা অমার্জনীয় । আমরা অবিলম্বে দ্রুত বিচার আইনে তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিজিানাচ্ছি। অন্যথায় ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে থাকবেনা। একই সাথে গোলাপগঞ্জের নওমুসলিম আব্দুল আজীজের নি:শর্তমুক্তির দাবী জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, রাকেশ রায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠেছে। তার ‘কটূক্তি’র একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে জকিগঞ্জ। প্রতিবাদে ফেটে পড়েন সর্বস্তরের জনতা।রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়। ছাত্র জমিয়ত নেতা ফুযায়েল আহমদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় সোমবার মামলাটি দায়ের করেন।এ ব্যাপারে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, ‘রাকেশ রায় পুলিশের নজরদারিতে ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে আইডি থেকে মন্তব্য করা হয়েছে সেই আইডির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।’