সিলেটবুধবার , ১৪ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে রাকেশ রায়

Ruhul Amin
জুন ১৪, ২০১৭ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ফেসবুকে ইসলাম ধর্ম ও মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তিসহ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় গত ৭ জুন বুধবার ভারতে পালানোর সময় আটক রাকেশ রায় রিমান্ডে পুলিশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে আলোচিত দু’টি ফেসবুক পোস্টের বিষয়ে সে একেক সময় একেক রকম তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছে বলে আদালতকে জানিয়েছেন রাকেশ রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম। রিমান্ড শেষে আদালতে দেয়া এক প্রতিবেদনে তিনি বলেন, রাকেশ রায়কে তার ফেসবুক আইডি ও আইডি থেকে প্রদত্ত ধর্মীয় উস্কানীমূলক ও হুমকি সম্বলিত পোস্টের বিষয়ে রিমান্ডে ধারাবাহিকভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে আলোচিত দু’টি পোস্টের বিষয়ে একেক সময় একেক ধরণের তথ্য প্রদান করে বিভ্রান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে উক্ত পোস্টগুলি তার নামীয় আইডি থেকে প্রচারের বিষয়টি জানালেও তদন্তকালীন সময়ে তার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদে রাকেশ রায় তার ফেসবুক আইডি সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রদান করেছে মর্মে তদন্তকারী কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম আদালতকে লিখিতভাবে জানিয়েছেন। তবে আলোচিত পোস্ট দু’টিসহ বিস্তারিত বিষয় জানতে পুলিশ পুনরায় রাকেশ রায়কে রিমান্ডে আনতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি ফেসবুকে রাকেশ রায় নামক একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মুহাম্মদ (স.)কে নিয়ে কটুক্তিসহ দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় উত্তেজিত হয়ে উঠে জকিগঞ্জসহ সিলেটের ধর্মপ্রাণ মানুষ। রাকেশকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে সর্বত্র সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়। এ ঘটনায় জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের ফুযায়েল আহমদ জকিগঞ্জ উপজেলার কেরাইয়া গ্রামের মৃত সুরেশ রায়ের পুত্র রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধীত/২০০৩) এর ৫৭ (২) ধারায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৩, তাং- ০৫/০৬/২০১৭ইং। মামলার প্রেক্ষিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল নামক স্থান থেকে রাকেশ রায়কে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।