সিলেটরবিবার , ১৮ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক সিলেটের ডাক’র ডিক্লেয়ারেশন বাতিল

Ruhul Amin
জুন ১৮, ২০১৭ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের সর্বাধিক প্রচারিত পত্রিকা শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন দৈনিক সিলেটের ডাক’র ডিক্লেয়ারেশন (প্রকাশনার অনুমোদন) বাতিল করেছেন সিলেটের জেলা প্রশাসক। বৃহস্পতিবার ডিক্লেয়ারেশন বাতিল করা হয় বলে জানান জেলা প্রশাসক রাহাত আনোয়ার। রোববার এই নোটিশ সিলেটের ডাক কর্র্তপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। পত্রিকাটির প্রকাশক রাগীব আলী আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় আইন মোতাবেক সিলেটের ডাক’র ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
ডিক্লেয়ারেশন বাতিলের ফলে সিলেটের বহুল পঠিত এই পত্রিকাটি আর প্রকাশ করা যাবে না বলেও জানান জেলা প্রকাশক। এ ব্যাপারে সিলেটের ডাক’র ভারপ্রাপ্ত সম্পাদক মো. আব্দুল হান্নান ও নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিকের সাথে মোবাইল ফোনে যোগােযাগের চেষ্টা করলেও তারা কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, সিলেটের তারাপুর চা বাগান দখল ও জালিয়াতির মামলায রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই সাজাপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তারা সিলেট কারাগারে বন্দী রয়েছেন।