সিলেটমঙ্গলবার , ২০ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

`সিলেটের ডাক’ প্রকাশের দাবিতে শহীদ মিনারে মানবন্ধন অনুষ্ঠিত

Ruhul Amin
জুন ২০, ২০১৭ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ‘দৈনিক সিলেটের ডাক পড়তে চাই’ এই শ্লোগানকে সামনে রেখে (আজ ২০ জুন )মঙ্গলবার বেলা ২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুখে কালো কাপড় লাগিয়ে মানবন্ধন করে পত্রিকাটি বন্ধের প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাহিত্য,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দৈনিক সিলেটের ডাককে ’সিলেটের ইতিহাস ঐতিহ্যের স্মারক’ উল্লেখ করে তারা অবিলম্ভে পত্রিকাটি পূন:প্রকাশের দাবী জানান। সিলেটের উন্নয়ন অগ্রগতি, সাংবাদিক,কবি-লেখক সৃষ্টিতে অবদানের কথা বিবেচনায় পত্রিকাটি সচল রাখা জরুরী বলে তারা মনে করেন। সিলেট নাগরিক আন্দোলন,সিলেটের ডাক পাঠক পরিষদ, মাদানী কাফেলা সিলেট মহানগর, পুষ্পকলি সাহিত্য সংঘ সিলেট পৃথক পৃথক ব্যানার নিয়ে অনেক নবীণ লেখক-কবি মানববন্ধনে অংশ নেন।
সিলেট নাগরিক আন্দোলনের আহবায়ক লে.কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদের নেতৃত্বে ব্যতিক্রমধর্মী এই প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেটের ডাক পাঠক পরিষদের আহবায়ক মিনহাজ ফয়সাল,সদস্য সচিব কবি আজমল আহমদ, ছড়াকার দেলোওয়ার হোসেন দিলো, কবি আব্দুল হক,কবি সিদ্দিক আহমদ,পুষ্পকলি সাহিত্য সংঘের সেক্রেটারী শাহিদ আহমদ হাতিমী, তরুণ লেখক শিশির মনির, ফরহাদ রউফ,সুমন খান,ইমন,হিমেল মাহমুদ,হাসান মাহমুদ,সাপ্তাহিক সোনালী সিলেটের দেলোওয়ার হোসেন, আলমগীর, বাবুল আহমদ, যুব নেতা মাওলানা এনামুল হক, নোমান সিদ্দিক,হাফিজ মাহদি হাসান মিনহাজ, ক্বারী আব্দুল ওয়াহিদ প্রমুখ।