সিলেটবুধবার , ২১ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুরআনের পরশে থাকতে চান হাফিজ নোমান

Ruhul Amin
জুন ২১, ২০১৭ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: যতদিন পৃথিবীতে বেচেঁ থাকবো ততদিন পবিত্র কুরআনের পরশেই থাকতে চান হাফিজ নোমান ছালেহ। ১৯৯৮ সালে বলতেগেলে নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ এই বালক পবিত্র কুরআন শরীফ হিফজ সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর শোকরিয়া আদায়ের পাশাপাশী কৃতজ্ঞতার সাথে স্মরণ করলো লেখাপড়ায় সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন যিনি সেই মহান শিক্ষকের কথা। ফেসবুকে এক পোষ্টে নোমান হৃদয়গ্রাহী একটি পোষ্ট দিযেছে। সিলেট রিপোর্ট এর পাঠকদের জন্য সেই পোষ্টের অংশ বিশেষ তুলে ধরা হলো: আমি নোমান ছালেহ ১৯৯৮ ইং সনে বরকতময় বুধবার দিনে আমার জন্ম হয় দক্ষিণ সুনামগঞ্জ জয়কলস উজানিগাও গ্রামের বাঁকা বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম। শ্রদ্ধেয় পিতা মাওলানা আফসার উদ্দিন, যার জীবন একটি প্রতিষ্ঠান একটি সংগ্রাম,জেলা জমিয়তের সহ সভাপতি, মজলুম জননেতা, মাতা আমার ভালাবাসার একটুখানি ঝিলিক বেগম চৌধুরী ,যার ভালবাসা আর পারিবারিক শিক্ষাকেন্দ্রে শিখতে পেরেছি উন্নত আদাব আখলাক আর লোকদের প্রতি প্রেম বড়দের প্রতি শ্রদ্ধা, আলহামদুলিল্লাহ শিশুকাল থেকেই দাদা দাদি আম্মা আব্বার ভালবাসায় দ্বীনের হৃদয়গ্রাহী ঘটনাবলি শুনে অব্যস্ত ছিলাম,সেই ছোট্র থেকেই কুরআনের প্রতি এক মুহব্বত সৃষ্টি হয়, আজও স্বরণ হয় যেন আব্বু প্রতিদিন ফজরের নামাজের পর এসেই তার এই ছোট্র খোকাকে
কোলে নিয়ে আল্লাহ,লা ইলাহা ইল্লাল্লাহ, আলিফ, বা, তা, উচ্চারণ করতেন তাঁর সাথে আমিও যেন আনন্দে এগুলু পড়তাম, কখনো চকলেট দিয়ে বলতেন বলো তো আব্বু আলিফ,বা,আর আমি চকলেট পাওয়ার উদ্দেশ্যে এগুলু একশ্বাসে বলে ফেলতাম, তখন থেকেই দাদা দাদু আম্মু ফুফু বলতেন, আমাদের এই ছোট্র পাখিকে হাফিজ বানাবো,আলহামদুলিল্লাহ আমার ফুফুও পুরা এলাকার প্রায় মহিলাদের কুরআনের উস্তাদ,এভাবে আমি একদিন হয়ে উঠলাম পড়তে পারা এক শিশু, তাই মসজিদে আসা যাওয়া ও শুরু,প্রথমে কায়দা হাতে নিয়ে পড়তে শুরু করি, প্রথমক’দিন যেতেই সবাহী মক্তবের হুজুর বলে উঠলেন এ কী! সবই জানে, তাহলে সিফারা দিয়ে দেই,কারণ বাড়িতে ফুফু আম্মু আব্বু এগুলু পড়িয়ে নিয়েছেন, আর ছোট্রকালে মেধাও আলহামদুলিল্লাহ ভাল প্রখর ছিল, এভাবেই শিক্ষার যাত্রা শুরু, প্রথমে একদিন স্কুলে গেলাম যেতেই বলল হাত কানে লাগাও তবেই ভর্তি, কষ্ট করে হাত মাথা ঘুরিয়ে কানে নিলাম, ভর্তি হলাম, ও আল্লাহ পরের দিন স্কুলে যেতে হবে শার্ট পরে আর স্কুলে দেখলাম প্রায়ই হিন্দু টিচার, আমার তো খটকা লাগলো, না হয় না, না হয় স্কুলে পড়বো না তারপর পাঠসাথীদের অনুরোধে মাত্র একদিন ক্লাস করেছিলাম,
পরের দিন থেকেই আব্বুর সাথে জয়কলস মাদ্রাসায় ছোট কচিকাঁচাদের ক্লাসে আসা যাওয়া, এভাবে পিতাজির সোহবতে প্রাইমারি শিক্ষা সমাপ্ত,তারপর সবার আশা আমাদের এই ছোট্র খোকাকে হাফিজ বানাবো বিশেষত দাদাজি, তাই হিফজের সবক এক বিকালে আসরের নামাজের পর আমার এক ফুফুর শাশুড়ের কাছে
নেই, রমজান পর শান্তিগঞ্জ দাখিল হাফিজিয়া মাদারাসায় সবক শুরু করি, তিন মাস পর ভাল পড়া লেখার জন্য জগন্নাথপুর হবিবপুর মাদ্রাসায় হা.আব্দুল হাই
(আস্তমার হুজুরের কাছে) চলে যাই, কয়েকমাস যাওয়ার পর হঠাৎ আব্বু ফোন দিলেন নোমান কে সিলেট পাঠিয়ে দাও, আব্বু তখন সিলেট এক মসজিদে ছিলেন, সেখানেই আমার প্রিয় উস্তাজ সায়্যিদ ছালীম কেসেমী সাহেবের সাথে আব্বুর সাক্ষাৎ হয় আর আমাকে সিলেট নিয়ে আসার পরামর্শ দেন, আমার বসন্ত রোগ হওয়ায় হবিবপুর থেকে আস্তমার হুজুরের কাছ বিদায় নিয়ে বাড়িতে আসি, তারপর আব্বুর ফোনে মহাখুশী যে, সিলেট যাবো পড়তে, ক’দিন পর চলে আসি সিলেট এ
“শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ায়” তখনকার নাম “একাডেমী” সেখানেই শুরু আমার জীবনের অন্যদিগন্ত, মুহতারাম সায়্যিদ ছালীম কাসেমী হাফি.র
আপ্রাণ চেষ্টায় আমি দরিদ্র ফ্যামিলির সন্তান হয়েও উন্নতমানের জামেয়ায় লেখাপড়ার সুযোগ পেয়েছি, (আল্লাহ তায়ালা তাকে উত্তম বিনিময় দিন), মহান রাব্বে কারীমের নিকট তাদের উত্তম বিনিময় কামনা করি যাদের আর্থিক সহযোগিতায় এই উন্নত জামেয়ায় আমার শিক্ষা, লন্ডন প্রবাসী বড় ভাই সালমান সিদ্দীক ও খালা মামার নেক হায়াত কামনা করি, সেখান থেকেই আমার হিফজের মূল পর্ব শুরু সেই ২০০৮সালের ১৭এপ্রিল বৃহস্পতিবার, ছাত্রদের মনভুলানো কৌশল জানতেন সায়্যিদ ছালীম কাসেমী তখনকার নাজিম সাহেব মাওলানা আব্দুল মাওলা হাফি. তাই অল্প কয়দিনেই পড়ালেখার সাথে গভীর সম্পর্ক গড়ে উঠে,মুহতারাম প্রিন্সিপাল সায়্যিদ ছালীম কাসেমীর উৎসাহ উদ্দিপনা জাগানো কথাবার্তায় অল্প দিনে হিফজের সবক শেষ করি, ২বছর ৩মাসে সবক শেষ করি, তারপর হিফজ দাওরা শুনাই একবছর, সবক শেষ করেই আব্বু বড় ভাই আত্বীয়স্বজন্দের তারাবীহ পড়াই আমাদের উজানিগাও দক্ষিণপাড়া মসজিদে, পরের বছর দাওরা দিয়েই মুহতারাম উস্তাজ হাফিজ মাও.আবুল কাসেম কাসেমীর এলাকার মসজিদে তারাবীহ পড়াই, পরের বছর থেকে একটানা ৩বছর তারাবীহ পড়াই সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রসিদ্ধ গ্রাম টেংরাঠিলা ( যেখানে গ্যসে আগুন লেগেছিল)। এভাবে আলহামদুলিল্লাহ আজ আমার ৮ম তারাবীহ চলছে দক্ষিণ সুনামগঞ্জের হাফেজখ্যাত এলাকা আস্তমা গ্রামের মাঝপাড়া মসজিদে। উস্তাজ মহোদয়গণের দুয়ায় আজ কুরআনের পরশে আছি সারা জীবন যেন থাকি এই প্রার্থনা।