সিলেটবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর সীমান্তে চোরাচালানীর বিরুদ্ধে বিজিবির মামলা

Ruhul Amin
জুন ২২, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে চুনাপাথর চোরাচালানের অভিযোগে এক চোরাকারবারী বিরুদ্ধে সুনামগঞ্জ ২৮ ুুুুবিজিবি মামলা দায়ের করেছে। মামলায় অভিযুক্ত আসামীর নাম নজরুল ইসলাম (৩০)।’ সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী জঙ্গলবাড়ি গ্রামের লতিফ মিয়ার ছেলে।

বুধবার রাতে মামলা দায়ের করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনস্থ চারাগাও বিওপির ক্যাম কমান্ডার হাবিলদা দুলাল খান ।

বিজিবি সুত্রে জানা যায়- তাহিরপুর সীমান্তের লামাকাঁটা গ্রাম পাশর্^বর্তী রন্ধু ছড়া দিয়ে মঙ্গলবার গভার রাতে ট্রলার বোঝাই করে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে চুনাপাথর নিয়ে আসার পথে চারাগাঁও বিওপির টহল দল ট্রলারটি চ্যালেঞ্জ করলে বিজিবি উপস্থিতি টের পেয়ে লামাকাঁটার নজরুল ও তার সহযোগীরা ট্রলার থেকে ঝাঁপদিয়ে পানিতে পড়ে সাতড়িয়ে পালিয়ে যায়। পরে বিজিবি ট্রলার সহ প্রায় ৪ মেট্রিক ট্রন( ১০০ ঘনফুট) চোরাই চুনাপাথর জব্দ করে।’

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বুধবার রাত সোয়া ৮টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন চোরাচালানী নজরুলকে পুলিশ গ্রেফতার করতে চেষ্টা করছে।