সিলেটবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কবিয়াল ফণি বড়ুয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উদযাপিত

Ruhul Amin
জুন ২২, ২০১৭ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ভারতীয় উপমহাদেশের আধুনিক কবিগানের অন্যতম স্রষ্টা কবিয়াল
ফণি বড়ুয়া ছিলেন, মুক্ত চিন্তার ধারক ও আধুনিক কবিগানের জনক। কবিগানকে আধুনিকায়নে যার অমূল্য ও অগ্রণী ভূমিকা রয়েছে তারমধ্যে ফণি বড়–য়া ছিলেন অগ্রজ। আজীবন মুক্তি সংগ্রামী কবিয়াল ফণি বড়–য়া গান গেয়েছেন শোষণ, বঞ্চনা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও পরাধীনতার বির”দ্ধে। ভাষা আন্দোলন থেকে শুর” করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী স্বাধীনতার স্বপক্ষের সকল আন্দোলন-সংগ্রামে কবিয়াল ফণি বড়–য়ার কবি গান ছিল প্রতিবাদের অগ্নিস্ফূলিঙ্গ। যতদিন কবিয়াল ফণি বড়–য়া জীবিত ছিলেন কখনো অন্যায় ও অনিয়মকে মেনে নেননি। কবিয়াল ফণি বড়–য়ার কবিগান বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং কবিগানকে করেছে বিশ্বব্যাপী। কবিয়াল ফণি বড়–য়ার ১৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা একথা বলেন। চট্টগ্রামের বরেণ্য সন্তান, আধুনিক কবিগানের দিকপাল ও রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকপ্রাপ্ত গুণীজন কবিয়াল ফণি বড়–য়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ২২ জুন বিকাল ৪টায় সংগঠনের মোমিন রোডস্থ কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা ও সংগঠক মুহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংষ্কৃতি বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন লিটন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী। প্রধান আলোচক ছিলেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান। সভায় বক্তারা বলেন, বকিয়াল ফণি বড়–য়া মুক্তিযুদ্ধের চেতনাকে কবি গানের মাধ্যমে তর”ণ প্রজন্মের কাছে পৌঁছে দিতেন। তিনি কবিগানের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। কবিগানের সুরে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করতেন। তিনি মুক্তিযুদ্ধে সুরে সুরে গান গেয়েছেন, আবার কখনো সংকটে দুঃসময়ে অস্ত্র দিয়ে শত্র”র মোকাবেলাও করেছেন। বক্তারা বলেন, কবিয়াল ফণি বড়–য়া বাঙালি সংস্কৃতি যেভাবে সমৃদ্ধ করেছেন তেমনি সংস্কৃতির বলয়কেও করেছেন বিস্তৃত। কবিয়াল ফণি বড়–য়ার হাত ধরেই কবিগান আধুনিক কবিগানের জগতে প্রবেশ করেন। সংগঠনের সদস্য আসিফ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবিয়াল পুত্র ডা: সন্তোষ বড়–য়া, অধ্যাপক ডা: পরিতোষ বড়–য়া, অলক বড়–য়া বিটু, অধ্যাপক মেজবাহ উদ্দিন, ডা: জামাল উদ্দিন, নূর মোহাম্মদ র”বেল, গৌতম বড়–য়া, আবু তৈয়ব মিজান, আনন্দ মজুমদার, কাজী সাইফুল ইসলাম, সুভাষ চৌধুরী টাংকু, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।
সিলেট রিপোর্ট/সু-প্রেবি/সমজি-ই২২-০৭-২০১৭