সিলেটশুক্রবার , ২৩ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে বাহারী সাজে বিপনী বিতানগুলো

Ruhul Amin
জুন ২৩, ২০১৭ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল ইসলাম মাহি::পবিত্র ঈদুল-ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা শহরে সবগুলো বিপনী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। সম্প্রতি অকাল বন্যায় জগন্নাথপুরের সব হাওরে ধান পানিতে তলিয়ে যাওয়ায় এবং বৃষ্টির কারণে রমজানের প্রথম থেকেই বেচাকেনা কম থাকলেও শেষ সময়ে এসে বিক্রির পরিমাণ বাড়তে থাকায় বিক্রেতাদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।
ক্রেতারাও পছন্দের পোশাক ক্রয় করতে পেরে দারুণ খুশি।

তবে অধিকাংশ বিক্রেতারাই জানিয়েছেন, দোকানে আগত মানুষের বেশির ভাগই পণ্য কিনছেন না। ঘুরে ঘুরে দেখছেন। পছন্দ হলে কিনে নিচ্ছেন তবে পরিমাণে তা খুবই কম। এরপরও আমরা আশা করছি, সময় যত গনিয়ে আসবে আমাদের ব্যবসাও তত বাড়বে। অপরদিকে পবিত্র ঈদকে ঘিরে জগন্নাথপুরে বিপনী বিতানগুলোকে সাজানো হয়েছে বাহারী সাজে। কেউবা আবার ক্রেতাদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানান ধরণের আকর্ষণীয় অফার। উপজেলার পৌরশহরের বিপনী বিতানগুলোতে ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

সরেজমিনে পৌরশহরের মিহির প্লাজা, বিন্দুজ, বন্দন টাচ, ঝলক এবং মধ্যবাজারের উজ্জল গার্মেন্টস সহ ভিবিন্ন বিপনী ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপছে পড়া ভিড়। প্রায় প্রতিটি দোকানে দোকানে ক্রেতারা তাদের পছন্দের পোশাক, জুতা, কসমেটিকসহ বিভিন্ন সামগ্রী ক্রয়ে ব্যস সময় পার করছেন। কেউ পরিবার-পরিজন নিয়ে এসেছেন ঈদের মার্কেটিং করতে।

কৃষি নির্ভশীল দু’ক্রেতা বলেন, আমরা কৃষি কাজ করে পরিবার চালাই, হাওয়র ডুবিতে আমরার সোনালী ফসল পানির নিছে গেছে। এখন সন্তানের কান্না থামাতে কম টাকার পোশাক কিনার জন্য মার্কেটে এসেছি। অন্য আরোক ক্রেতা বলেন, ঈদের পোশাক ক্রয়ের জন্য এসেছি। পছন্দের পোশাক আছে তবে দাম একটু বেশি অন্যান্যবারের তুলনায়।

অপরদিকে জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী বাবু মিন্টু রন্জন ধর জানিয়েছেন- রমজানের প্রথম সপ্তাহ থেকে বাজারের প্রত্যেকটি দোকানে মন্দাভাব যাচ্ছে। অনেক ক্রেতারা কম টাকার পোশাক চাচ্ছেন। অধিকাংশ মার্কেটের দোকানগুলো রয়েছে ক্রেতা শূন্য। তবে আমরা আশা করি ঈদের সময় যত ঘনিয়ে আসবে ,কেনাবেচাও তত বাড়তে থাকবে।