সিলেটশনিবার , ২৪ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাফিক পুলিশের অন্যরকম দিন, ভিন্নরকম ইফতার

Ruhul Amin
জুন ২৪, ২০১৭ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের ট্রাফিক পুলিশরা অন্যরকম একটা দিন আর ভিন্ন রকম ইফতারে কাটিয়েছেন বৃহস্পতিবার। বিকেল থেকেই তাদের কাজে স্বেচচ্ছাসেবী হিসেবে যোগ দেন কিছু তরুণ। তাদের প্রাতিষ্ঠানিক নাম ‘ভলন্টিয়া, জানালা ফাউন্ডেশন’। সিলেটের এই স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগে অভিভূত হন দিনমান রোদ-বৃষ্টিতে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশরা। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে স্বেচ্ছাসেবী তরুণদের দেখে মুগ্ধ হন পরিবহনের যাত্রীরা। স্বেচ্ছাসেবী আর ট্রাফিক পুলিশের যৌথ দায়িত্ব পালনের কারণে ভিড়ের ওই সময়টাতেও যানজট অন্যসময়ের চে কম ও নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ইফতারের আগে বেশ কয়েক ঘণ্টা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন জানালার স্বেচ্ছাসেবীরা। ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতার পাশাপাশি তাদের নিয়ে একই সঙ্গে ইফতারও করে জানালা ফাউন্ডেশন। এতে চৌহাট্টা পয়েন্টে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ জানালার স্বেচ্ছাসেবীরা ছিলেন। এদিকে বুধবার সিলেটের দক্ষিণকাছ মাদরাসার এতিম ও গরিব ছাত্রদের মধ্যে ঈদ উপলক্ষে পোশাক বিতরণ করে জানালা ফাউন্ডেশন। নতুন পোশাক পেয়ে খুশির জোয়ারে ভাসে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
এতে জানালা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইফতি সিদ্দিকী, সেক্রেটারি ফারদায়েক আহমদ, সায়েম খান, মামুন রাহমান, শাফি. চয়ন, মেহেদি, মেরাজ, তারেক, জিশান আহমেদ, সৌরভ রাসূল, ঈমন ও সানী।