সিলেটরবিবার , ২৫ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ঈদ জামাত কোথায় কখন

Ruhul Amin
জুন ২৫, ২০১৭ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেটের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন। নামাজের ইমামতি করবেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এছাড়া শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত একই সময়ে অনুষ্ঠিত হবে।

তাছাড়া,বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে প্রথম ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, সাড়ে আটটায় দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত নয়টায়, সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে আটটায়, কাজিরবাজার জামেয়া মাদানিয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, ঈদের প্রধান জামাত উপলক্ষে শাহী ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি করপোরেশনের তত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন।