সিলেটবুধবার , ২৮ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওরে ঈদের বিষাদ-আনন্দ

Ruhul Amin
জুন ২৮, ২০১৭ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

হাওয়রপাড় থেকে ফিরে; কামরুল ইসলাম মাহি

জগন্নাথপুরের হাওরপাড়ের বাসিন্দাদের মধ্যে ঈদের উত্তাপ ছিলনা। তবে ঈদের নতুন পোশাকে শিশু কিশোদের আনন্দের সাথে কষ্টের মধ্যেও বড়দের মুখে কিছুটা হাসিঁ দেখা গেছে। সোমবার ঈদের দিন এমন দৃশ্য দেখা গেছে হাওরপাড়ে।

জানা যায়, উপজেলার সর্ব বৃহৎ নলুয়া হাওরের ফসলডুবির পর হাওরের বুকে কৃষকদের হাহাকার দেখা দেয়। কাচাঁ আধা পাকা সোনালি ফসলহানি গোলায় তুলার আগেই বাঁধ ভেঙ্গে পানিতে পুরো ফসলমাঠ তলিয়ে যায়। ফসলহানির পর পরই মরে যায় হাওরের মাছ । এতে দিশেহারা হয়ে পড়েন কৃষকরা। ফসল হারানোর পর সরকারী কিছু সহায়তা পেলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল । অনেক কৃষক কাজের সন্ধানে গ্রাম ছেড়ে দেশের বিভিন্ন স্থানে ছুঠছেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রবাসি ও সমাজের বিত্তশালীরা ব্যাপকভাবে হাওরপাড়ে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করেন। এছাড়া ফিতরা ও জাকাতের টাকায় অনেক অসহায় কৃষক পরিবার উপকৃত হয়েছেন।
আমাদের নলুয়া হাওরাঞ্চলের সংবাদদাতা এ আর তাহমিদ জানিয়েছেন, প্রতিবছর ঈদে দিন ধনী গরীব সকল শ্রেনীর মানুষের মধ্যে ঈদের উৎসাহ উদ্দিপনা আর আনন্দে মেতে উঠেন হাওরপাড়ের মানুষ। এবার ফসলডুবির কারনে কৃষকদের পরিবারে ঈদের তেমন আনন্দ উৎসব দেখা যায় নি। প্রবাসি ও বিত্তশালিদের অনুদানে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারে ঈদের হাসি খুশি রাখার চেষ্টার কমতি ছিলনা।

নলুয়া হাওর বেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাভখালি গ্রামের কৃষকরা জানান, গত দুই বছর ধরে ফসল ঘরে তোলতে পারিনি। এবার ফসল পানিতে তলিয়ে যাওয়ার পর কাজের সন্ধানে ঢাকায় ছুটে যাই। সেখানে সামান্য টাকায় শ্রমিকের কাজ করেছি। ঈদে আত্মীয় স্বজনের আর্থিক সহযোগিতায় দুই শিশু পুত্র ও এক মেয়েকে ঈদের নতুন পোশাক কিনে দিয়েছি । এবং সংসারের খরছ চালাচ্ছি। নতুন জামা কাপড়ে শিশুদের আনন্দ দেখে কষ্টের মধ্যেও কিছুটা সুখ পাচ্ছি।

জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের একজন দায়িত্বশীল বলেন, হাওরের ফসলহারিয়ে কৃৃষকরা দিশেহারা হয়ে পড়েন। প্রবাসিদের আর্থিক অনুদানে ঈদে সংসারের যোগান কিছুটা ভাল হয়েছে ক্ষতিগ্রস্থ কৃষকদের। তারপরও ঈদের মুল আনন্দ দেখা যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান বলেন, ফসলডুবির পর সরকারের পাশাপাশি প্রবাসীদের সাহায্য সহযোগিতায় সাময়িক সময়ের জন্য হলেও কিছুটা কষ্ট লাঘব হচ্ছে কৃষকদের।