সিলেটমঙ্গলবার , ৪ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘আলেমদের বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখা যাবে না’

Ruhul Amin
জুলাই ৪, ২০১৭ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সংবাদাতা| একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রথম বৈঠকস্থল ও মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের তেলিয়াপাড়াতে হবিগঞ্জ অনলাইন এক্টিভিষ্ট ফোরামের উদ্দ্যোগে গত মঙ্গলবার দিনব্যাপি ব্যতিক্রমি আযোজন “মুক্তিবিলাস” অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আলেম উলামার নিবিড়ভাবে জড়িত। তাদের বাদ দিয়ে বা অস্বিকার করে এদেশের ইতিহাস লেখা বা একাত্তর নিয়ে চর্চা করার সুযোগ নেই। এদেশের গন মানুষের রাজনীতির পাঠ দিয়েছেন আলেমরাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির পাঠ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা তর্কাবাগিশ এর হাতে হয়েছে। তাই বঙ্গবন্ধু ব্যক্তিগত জীবনে অত্যান্ত ধার্মিক ছিলেন। জেলে বসে কুরআন পড়ে দোয়া করার জন্য স্ত্রীকে বলতেন। এই দর্শনটাই মুক্তিযুদ্ধের সত্যকারের চেতনা। ইসলামকে মাইনাস করে একাত্তরে চেতনা হতে পারে না। এই ইতিহাস ও চেতনা দীর্ঘদিন ধরে আপনাদের নিরবতার কারনে চিন্তাি হচ্ছিল, ডাইবাট হচ্ছিল। মুক্তিযুদ্ধ নিয়ে বুদ্ধিভিত্তিক কাজ শ শুরু করেছেন।যে সব বামপন্থি পরজিবিরা একাত্তরে ইতিহাসকে বিকৃতি করতে চায় আর আলেম উলামাদের হেয় করে কথা বলার চেষ্টা করেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের গালে চপটাগাত করে কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন। আজ আলেমরা জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত নন এটা জাতীয়ভাবে স্বীকৃত। ইংলিস মিডিয়া ও পাইভেট ভার্সিটিতেই আজ জঙ্গিবাদের কেন্দ্র। তাদের ছেলেরা উগ্রবাদের সাথে জড়িত। বাংলাদেশের একটি জঙ্গি হামলায়ও কওমির তরুন আলেরা জড়িত নন। তাই আপনাদের মতো তরুন আলেমরাই দেশ স্বাধীনতা সর্ববৌমত্বের অতন্দ্র প্রহরী। আপনারা কারো তাবেদারি করার প্রযোজন। আপনাদের তাবেদারি করবে সমাজ। আলেমরা সর্দব সময় দেশের জন্য একটি উচু জায়হা থেকে সম্মানের সাথে কাজ করেছেন। জাতিকে দিক নিদের্শনা দিয়দেছেন।
এই যে আজকের তেলিয়াপাড়াতে আপনারা এলেন এখানে মুক্তিযুদ্ধের প্রথম বৈঠকের অন্যতম উদ্দ্যোক্তা একজন আলেম। মাওলানা আসাদ আলীর নাম একাত্তরের ইতিহাসে মাইল ফলক হয়ে আছে। এরকম সারা দেশের আলেম মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের কাজ করতে হবে। আলেমদের গৌরবান্বিত অবদান রয়েছে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগেও গনভবনে আলেমদের অনুষ্টানে বলেছেন, আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনাই হয়েছে উলামায়ে তেওবন্দের মাধ্যমে। বঙ্গবন্ধুও যেদিন গনভবন উদ্ভোধন করেছিলেন তখন আলেমদের দিয়ে করিয়েছিলেন। ফোরামের সভাপতি আবিদ রহমানের সভাপতিত্বে, গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহর পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন আন্তর্জাতিক যুদ্ধাপর ট্টাইবুনালের সিনিয়র প্রসিকিউটর ব্যরিষ্টার সায়েদুল হক সুমন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি সামছুল হুদা, ইউপি চেয়ারম্যান আতিক আহমদ, যুব উলামা ঐক্য পরিষদের সভাপতি জাবের আল হুতা চৌধিরী, খেলাফত মজলিসের জেলা সাধারন সম্পাদক অধ্যক্ষ নিয়াজুর রহমান নিজাম, মাওলানা আইয়ূব বিন সিদ্দীক, মুফতি বশির আহমদ। দিন ব্যাপি কবিতা, গান, মুক্তিযুদ্ধের গল্প আর নানা প্রতিযোতা ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের বার্ষিক এই অনুষ্টানের সমাপ্তি হয়।