সিলেটমঙ্গলবার , ১১ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’র মানববন্ধন

Ruhul Amin
জুলাই ১১, ২০১৭ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেছেন, ‘জনগণের করের টাকায় গঠিত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ১৪ হাজার কোটি টাকা কিছু কর্মকর্তা ও কিছু ব্যবসায়ীগণ মিলে লুট করে নিয়েছেন। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে নানারকম দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে। এভাবে প্রায় প্রতিদিন গণমাধ্যমে লাখ কোটি নয়, হাজার হাজার কোটি টাকার দূর্নীতির সংবাদ প্রকাশ পাচ্ছে। আর এক শ্রেণীর মন্ত্রী এমপিগণ সভা-সেমিনারে মধ্যম আয়ের দিকে দেশ এগিয়ে যাচ্ছে বলে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। এটা ¯্রফে জনগণের সাথে এক ভানুমতির খেলা শুরু হয়েছে। উচ্চ পর্যায়ে দুর্নীতিবাজরা বেপরোয়া হওয়ার কারণে জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই, নারী নির্যাতন ও মাদক সহ নানা ধরনের বিশৃঙ্খলা ক্রমেই বেড়ে চলেছে।’

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

হবিগঞ্জ জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোবারক হোসেন ফুল মিয়া এডভোকেটের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, ডা: শেখ এম.এ. আব্দুল জলিল, এনজিও কর্মী মঈন উদ্দিন এডভোকেট, এডভোকেট শরবিন্দু ভট্টাচার্য্য, মহিলা সম্পাদিকা হালিমা খানম, নারী নেত্রী হালিমা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সামছুল হক, শিক্ষক আবুল কালাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাবেক জেলা সহকারী কমান্ডার সার্জেন্ট (অব.) আব্দুল আলী, হাবিবুর রহমান, সাংবাদিক সামছুর রহমান মোনায়েম প্রমুখ।