সিলেটমঙ্গলবার , ১৮ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Ruhul Amin
জুলাই ১৮, ২০১৭ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সুহেল হাসান.,জগন্নাথপুর থেকে:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ফুটবল, ক্রিকেট সেট, ব্যান্ড ড্রাম সেট, হারমোনিয়াম, তবলা, টিফিনবক্স ও দৃষ্টি প্রতিবন্ধি, শারিরীক প্রতিবন্ধিদের মাঝে সাতা ছড়ি হুইল চেয়ার এবং দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: রফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, সৈয়দপুর এস এস আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: মঈনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ছায়াদ আলী, শ্রীরামসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, সফাত উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ চৌধুরী,সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন্নাহার, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুজ জাহের, মীরপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আমির হামজা, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান নূর,ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফারুক আহমদ, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যীশুতোষ তালুকদার, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন প্রমূখ। পরে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি রফিক মিয়া জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাশিলা ক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গনেশ্বর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমাত উল্ল্যা আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১হাজার ৫শ ৪০টি টিফিন বক্্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ২শ ৩০টি ফুটবল, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে হারমোনিয়াম ও তবলা, শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ, শাহজালাল উচ্চ বিদ্যালয়, হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসায় ক্রিকেট সামগ্রী, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে ব্যান্ড সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও ৬জন শারিরিক প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার, ১২জন দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে সাতা ছড়ি এবং ১৪জন দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।