সিলেটশুক্রবার , ২১ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগ জামিয়ার দরসে বুখারী ও দোয়া মাহফিল সম্পন্ন

Ruhul Amin
জুলাই ২১, ২০১৭ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম জকিগঞ্জের দাওরা (মাস্টার্স)ক্লাসের সর্বোচ্ছ গ্রন্থ বুখারীর শরীফের উদ্ভোধনী ক্লাস উপলক্ষে জামিয়ার মসজিদ মিলনায়তনে বুধবার ২০ জুলাই বিকাল ২ঘটিকায় অনুষ্ঠিত হয় দরস ইফতেতাহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামিয়ার মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল হাফীজ এর সভাপতিত্বে ও নায়বে মুহতামিম মুফতি মাসউদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে দরস প্রদান করেন লন্ডন ঝিরি মাদ্রাসার শায়খুল হাদীস, শায়খুল হাদীস যাকারিয়া রহ.এর সর্বশেষ খলীফা আল্লামা বিলাল বাওয়া ।
বিশেষ অতিথি হিসেবে দরস প্রদান করেন দরগা মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী ও কানাইঘাট মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী।
শায়খুল হাদীস বিলাল বাওয়া দাঃবাঃ অত্যন্ত সারগর্ভ আলোচনা ও দরস প্রদান করেন।পরিশেষে আল্লামা মুকাদ্দাস আলী (বারোগাত্তার মুহাদ্দীস)এর আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, মাওলানা মুফতি এবাদুর রহমান, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাদানী কাফেলা বাংলাদেশের সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা সদরুল আমীন প্রমুখ।

উল্লেখ্য, গতবছর ফাইনাল পরিক্ষায় ফজিলত বিভাগে ১ম স্থানসহ বিভিন্ন ক্লাসের মোট ৫০ জন শিক্ষার্থী (A+) মুমতাজ বিভাগে উত্তোর্ণ হয়ে জামিয়ার
সুনাম বৃদ্ধি করায়, আজ সেসব ছাত্রদের অতিথিদের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এবছর দাওরা হাদীসে ১৮ জন শিক্ষার্থীসহ মোট ৪টি বিভাগে প্রায় ৬৫০ জন ছাত্র-ছাত্রী লেখা-পড়া করছে।