সিলেটসোমবার , ৭ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের সমালোচকদের এক হাত নিলেন শিশির

Ruhul Amin
আগস্ট ৭, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  গত কয়েকদিন ধরে সাকিবের একটা ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তোলপাড়। ছবিটা সাকিবের পরিবারিক। কিছুদিন আগে স্ত্রী কন্যাকে নিয়ে রাজধানীর কোনো একটা রেস্টুরেন্টে বিয়ে খেতে গিয়েছিলেন সাকিব। কে বা কারা সাকিবের খাবার টেবিলের একটি ছবি নেতিবাচকভাবে উপস্থাপন করেন ফেসবুকে। যে ছবি নিয়ে সাকিবের মানবতা নিয়ে প্রশ্ন করা হয়। সাকিবের অতীতের নানা উদাহরণ টেনে সমালোচনায় বিদ্ধ করা হয় তাকে।

 

যে ছবিটা নিয়ে সমালোচনা তাতে দেখা যাচ্ছে, টেবিলে খাবার খাচ্ছেন সাকিব ও তার স্ত্রী। সাকিবের মেয়ে অব্রি সাকিবের কোলে। পিছনে দাঁড়িয়ে তাদের ছোট্ট কাজের মেয়ে। এই ছবিটা দেখেই সাকিবের সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকেই। প্রশ্ন তোলা হয় তার মানবতা নিয়ে।

 

কিন্তু এর পরে দুটি ছবিতে দেখা যাচ্ছে সাকিবদের সঙ্গে খেতে বসেছেন কাজের মেয়েটিও। পরের এই দুটো ছবি দেখার পর অবশ্য সমালোচকদের বোধোদয় হয়। কিন্তু তার আগে মণ্ডুপাত করা হয় সাকিবের।

বিষয়টি নিয়ে একদিন আগেই সাকিবের পাশে দাঁড়ান ক্রিকেটার সাব্বির রহমান। সাকিবকে নিয়ে যারা ফেসবুকে নেতিবাচক মন্তব্য ছুঁড়ে মারেন তাদের এক হাত নেন তিনি। এবার মুখ খুললেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। খাবার টেবিলের খণ্ড একটি ছবি উপস্থাপন করায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

খাবার টেবিলের পরের কয়েকটা ছবি পোস্ট করে সমালোচনার জবাব দিযেছেন সাকিবের স্ত্রী। যে ছবিতে দেখা যাচ্ছে, শিশিরের পাশে বসেই খাবার খাচ্ছেন তাদের কাজের মেয়েটি।

 

শিশির ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেন, ‘এটা উদ্ভটের পর্যায়ে চলে যাচ্ছে। ভালো শব্দ সাকিবের সঙ্গে যায় না। মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না বলেই কী সাকিবকে খারাপ মানুষের তকমা দিয়ে দেওয়া হবে?’

‘সবার উচিৎ এ ব্যাপারে সতর্ক থাকা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যে প্রচারণাটা ছড়ানো হয়েছে তা ঠিক নয়। এই ছবিগুলোই তার প্রমাণ।’

দেশের এজন কৃতি খেলোয়াড়কে নিয়ে এমন নেতিবাচক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শিশির। লিখেন, ‘যে খেলোয়াড় সারা দুনিয়াতে আপনার দেশকে প্রতিনিধিত্ব করে তাকে নিয়ে এমন নেতিবাচক প্রচারণা ছড়ানা ঠিক নয়। সাকিব তো এ দেশেরই গর্ব।’

শিশির আরও লিখেন, ‘অনেক নেতিবাচক কথা হয়েছে এবার থামুন। নিজের পেজের জনপ্রিয়তা বাড়াতে অন্যকিছু করুন। এখন তো বুঝতেই পারছেন, সে হাত ধুয়ে খাবার টেবিলে ফিরে আসছিলো।’

–ঢাকাটাইমস