সিলেটসোমবার , ৭ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী

Ruhul Amin
আগস্ট ৭, ২০১৭ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লোকালয়ে বাঘের আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক নিয়ে বসবাস করছেন উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দরবাড়ি গ্রাম ও তার আশপাশের মানুষ।স্থানীয়রা জানায়, জামালগঞ্জ উপজেলার চান্দরবাড়ি গ্রামের মসজিদ সংলগ্ন বেত-বনের ঝোপঝাঁপে একটি মেছো বাঘ সন্ধ্যার আগ মুহূর্তে দেখা গেছে। এমন খবর পেয়ে ছড়িয়ে পড়লে আশ-পাশের বিভিন্ন গ্রামের লোকজন এক পলক দেখতে ছুটে আসেন সেখানে।

এদিকে বাঘের ভয়ে স্থানীয় লোকজন সন্ধ্যার পর থেকেই সকাল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে দরজা বন্ধ করে ঘরে আতঙ্কে রাত কাটাচ্ছেন।

মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ ও মোয়াজ্জিন হাফেজ মাহমুদুল হাসানসহ স্থানীয় লোকজন জানান, সোমবার শেষ বিকালে একটি মেছো বাঘ দেখা গেছে। আমরা এলাকাবাসী এখন আতঙ্কে আছি।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে সবার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বন বিভাগের লোকজন না আসা পর্যন্ত সবাইকে সর্তক থাকতে হবে।