সিলেটবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজারে আসছে ‘সমুদ্র ঈগল’

Ruhul Amin
আগস্ট ১০, ২০১৭ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সালতানাতে উসমানিয়ার মহান সুলতান সুলায়মান এবং তাঁর নৌ-সেনাপতি খাইরুদ্দিন বারবারুসার জীবনীভিত্তিক উপন্যাস ‘সমুদ্র ঈগল’ ঐতিহাসিক গ্রন্থটি অচিরেই বাজারে আসছে। ‘সমুদ্র ঈগল’ সালতানাতে উসমানিয়ার মহান সুলতান সুলায়মান এবং তাঁর নৌ-সেনাপতি খাইরুদ্দিন বারবারুসার জীবনীভিত্তিক ইতিহাস। এঁরা ছিলেন তৎকালীন ইউরোপীয়দের জন্য জীবন্ত দুই আতঙ্কের নাম। সুলায়মান যেমন স্থলভাগে ইউরোপের ৮০০ মাইল ভেতরে ঢুকে ভেঙ্গে দিয়েছিলেন তাদের শক্তির মেরুদণ্ড, তেমনি সাগরে একক আধিপত্য প্রতিষ্ঠা করে নিয়েছিলেন খাইরুদ্দিন বারবারুসা। সুলতান যেমন হাঙ্গেরির রণক্ষেত্রে পর্যুদস্ত করেছিলেন ইউরোপের সাত সাতটি দেশের যৌথবাহিনীর শক্তির মেরুদ-, তেমনি বারবারুসা প্রিভিজার নিকটবর্তী কিরতা উপসাগরে মাত্র ১২০ টি যুদ্ধজাহাজ আর কিশতির বহর নিয়ে সুলতানের কোনো প্রকার সাহায্য ব্যতিরেকে এককভাবে সাগরে সলিল-সমাধি ঘটিয়েছিলেন উইরোপীয় ইতিহাসের ৪০০ শতাধিক যুদ্ধ জাহাজের বৃহত্তম নৌবহটির। 
খাইরুদ্দিনের হাতে পর্যুদস্ত হয়ে পালিয়ে গিয়েছিল স্পেন অধিপতি চার্লস’র অ্যাডমিরাল আন্দ্রে ডুরিয়া। যে পরাজয়ের ব্যথা সহ্য করতে না পেরে মারা গিয়েছিল ভেনিসের রাজা দুজে। রোগাক্রান্ত হয়ে পড়েছিল চার্লস। সাগর এককভাবে কর্তৃত্বে এসে গিয়েছিল বারবারুসার। সাগরে তাঁর আর কোনোই প্রতিপক্ষ ছিল না। উপন্যাসটিতে উঠে এসেছে এরূপ আরো শিহরণজাগানিয়া অনেক বিজয়কাহিনী। পরতে পরতে উত্তেজনা আর রোমান্টিকতায় ভরপুর এ এক অনবদ্য রচনা। 
মূল : আসলাম রাহি এম.এ । অনুবাদ : আবদুর রশীদ তারাপাশী (কুতায়বা আহসান)।  প্রকাশক : কালান্তর প্রকাশনী,সিলেট ।
পরিবেশনায়-মাকতাবাতুল আযহার, বাড্ডা, যাত্রাবাড়ি ও বাংলাবাজার শাখা
রাহনুমা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা
আল মানার লাইব্রেরী, আন্দরকিল্লা, চট্টগ্রাম
মাকতাবাতুল আযহার, সিলেট, কুদরত উল্লাহ মার্কেট, ২য় তলা।